আজকাল ওয়েবডেস্ক: মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে বিশেষ ঘোষণা করল আইসিসি। এবারের টুর্নামেন্টে দর্শকদের জন্য থাকছে তারকাখচিত, মহিলা-নেতৃত্বাধীন ধারাভাষ্যকারদের প্যানেল, যেখানে মিলবে অভিজ্ঞতা, বিশ্লেষণ ও বিনোদনের এক অসাধারণ মিশেল। প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক মিতালি রাজ, সানা মির এবং অঞ্জুম চোপড়া তাঁদের কৌশলগত অভিজ্ঞতা ভাগ করে নেবেন। সঙ্গে থাকবেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার মেল জোন্স, ঈশা গুহ, স্টেসি-অ্যান কিং এবং জুলিয়া প্রাইস। অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য এই টিমকে করেছে আরও শক্তিশালী।
প্যানেলে যুক্ত হচ্ছেন পুরুষদের ক্রিকেটের বিশ্বকাপজয়ী তারকারাও। থাকবেন দীনেশ কার্তিক, অ্যারন ফিঞ্চ এবং কার্লোস ব্র্যাথওয়েট। তাঁদের সঙ্গে থাকবেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার কেটি মার্টিন, ইয়ান বিশপ, নাটাশা ফ্যারান্ট, ম্পুমেলেলো মবাঙ্গওয়া এবং রাসেল আর্নল্ড। ধারাভাষ্যের দায়িত্ব পাওয়ার পর মিতালি রাজ আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, ভারত ও শ্রীলঙ্কা জুড়ে এই বিশ্বকাপ আয়োজন হওয়া ভীষণ গর্বের। এটি শুধু বিশ্বের সেরা ক্রিকেটারদের উদযাপন নয়, বরং নতুন প্রজন্মের মেয়েদের অনুপ্রাণিত করারও মুহূর্ত। একজন খেলোয়াড় হিসেবে এই যাত্রার অংশ ছিলাম, আর এবার ধারাভাষ্য বক্স থেকে খেলোয়াড়দের ভবিষ্যৎ গড়ার কাহিনি তুলে ধরতে পেরে আমি আনন্দিত।
এছাড়া অভিজ্ঞ সম্প্রচারক ন্যাটালি জারমানোস, অ্যালান উইলকিন্স ও ক্যাস নাইডু থাকছেন ধারাভাষ্য দলে। নতুন প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে যুক্ত হচ্ছেন রৌণক কাপুর ও যতীন সাপ্রুও। অভিজ্ঞ প্রবীণ, মাঠের প্রাক্তন তারকা এবং নতুন কণ্ঠের এই মেলবন্ধন নিশ্চিতভাবেই টুর্নামেন্টজুড়ে দর্শকদের উপহার দেবে আকর্ষণীয়, প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ ধারাভাষ্য। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপ।
আসন্ন মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো সম্পূর্ণ মহিলা আম্পায়ারিং প্যানেল এবং ম্যাচ অফিসিয়াল প্যানেল রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। অর্থাৎ, মহিলা ক্রিকেট বিশ্বকাপ পরিচালনার পুরো দায়িত্ব থাকছে মহিলাদের হাতেই। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে চলেছে বিশ্বকাপের ১৩তম আসর।
আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে কার্টেন রেজার হবে টুর্নামেন্টের। আইসিসি জানিয়েছে, চারজন প্রাক্তন ও অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে গঠিত হয়েছে ম্যাচ রেফারি প্যানেল। এই তালিকায় রয়েছেন শান্দ্রে ফ্রিৎস, ট্রুডি অ্যান্ডারসন, জি.এস. লক্ষ্মী এবং মিশেল পেরেইরা।
১৪ জন আম্পায়ারের তালিকায় রয়েছেন অভিজ্ঞ ক্লেয়ার পোলোসাক, জ্যাকুলিন উইলিয়ামস এবং সু রেডফার্ন। যারা এর আগে দু’বার বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয়বারের মতো থাকছেন লরেন এগেনব্যাগ ও কিম কটন, যারা ২০২২ সালে অস্ট্রেলিয়ার সপ্তম শিরোপাজয়ের আসরেও আম্পায়ারিং করেছিলেন। উল্লেখ্য, সম্পূর্ণ মহিলা আম্পায়ার ও অফিসিয়াল প্যানেল প্রথমবারের মতো দেখা গিয়েছিল ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমস এবং সর্বশেষ দুটি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে এবারই প্রথম তা বাস্তবায়িত হচ্ছে মহিলা ক্রিকেট বিশ্বকাপে।
