আজকাল ওয়েবডেস্ক: চোট আর পিছু ছাড়ছে না মহম্মদ সামির। ২০২৩ বিশ্বকাপে চোট নিয়ে আগুন ধরানো বোলিং করেছিলেন তিনি। বিশ্বকাপের পরেই অস্ত্রোপচার করান তিনি। তার পরে মাঠে ফিরলেও সেরা ছন্দে ধরা দেননি সামিদলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে ফের চোটের কবলে পড়েন তিনি। ম্যাচটি ছিল পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের। ম্যাচের শেষে পূর্বাঞ্চলের অধিনায়ক সামির চোট নিয়ে আপডেট দেন। তাঁর পায়ের আঙুলে চোট রয়েছে।

দিনের প্রথম স্পেলে সামি পাঁচ ওভার হাত ঘোরান। ৫-২-১০-০। দ্বিতীয় স্পেলে সামি ৩ ওভার করেন। সেই স্পেল বলছে ৩-০-১০-০। তৃতীয় স্পেলে আবার ৪ ওভার করেন সামি। সেই স্পেল বলছে ৪-২-৯-০। এই চোটের জন্য জাতীয় দলে তাঁর ঢোকা কিন্তু আরও বিলম্বিত হতে পারে। আবার বন্ধও হয়ে যেতে পারে।

আরও পড়ুন: 'কারও গলগ্রহ হয়ে বাঁচার থেকে মরে যাওয়া ভাল', মোহনবাগানের ডিফেন্ডার এখন আট হাজার টাকার কেয়ারটেকার...

এক সাক্ষাৎকারে অবসরের প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন মহম্মদ সামি। জানান, ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করতে তৈরি তিনি। লক্ষ্য জাতীয় দলে ফেরা। তার জন্য ঘরোয়া টুর্নামেন্টকে মঞ্চ করতে চান। এশিয়া কাপের দলে তাঁকে নেওয়া হয়নিচ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে শেষবার খেলতে দেখা যায়। কিন্তু সম্প্রতি এশিয়া কাপের দল থেকে বাদ পড়ায় তাঁর অবসর প্রসঙ্গ ওঠে। সামি স্পষ্ট জানিয়ে দেন, অবসরের কোনও পরিকল্পনা নেই। এখনও তাঁর মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে। বরং দাবি করেন, ঘরোয়া ক্রিকেট খেলে আবার জাতীয় দলে ফিরতে চান। তাঁর লক্ষ্য ২০২৭ বিশ্বকাপটিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিততে সাহায্য করতে চান।

সামি বলেন, 'আমাকে নিয়ে যদি কারোর সমস্যা থাকে, তাহলে আমাকে বলুক। আমি অবসর নিলে যদি ওদের জীবনে কোনও সুবিধা হয়। আমি কারোর জীবনে কি বাধা হয়ে দাঁড়িয়েছি‌ যে আমাকে অবসর নিতে হবে? আমি যেদিন ক্লান্ত হয়ে যাব, সেদিন ছেড়ে চলে যাব। তোমাদের আমাকে নিতে হবে না। কিন্তু আমি পরিশ্রম করে যাব। আমাকে আন্তর্জাতিক টুর্নামেন্টে না নিলে আমি ঘরোয়া টুর্নামেন্টে খেলব। আমি কোথাও না কোথাও খেলা চালিয়ে যাব। যখন আমি ক্লান্ত হয়ে যাব, তখন এইসব সিদ্ধান্ত নেব। এখন এগুলো ভাবার সময় নয়।'

২০২৩ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন। তাঁকে ঘিরেই ছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। সেই প্রসঙ্গে এদিন তারকা পেসার বলেন, ভাগ্য তাঁদের সঙ্গে ছিল না। সামি বলেন, 'আমার একটাই স্বপ্ন বাকি আছে। একদিনের বিশ্বকাপ জেতা। আমি বিশ্বকাপজয়ী দলের অঙ্গ হতে চাই। দলকে বিশ্বকাপ জেতাতে চাই। ২০২৩ সালে আমরা খুব কাছে চলে গিয়েছিলাম। মনে হয়েছিল জিতব। তবে একটা ভয়ও ছিল। কারণ আমরা একটানা ম্যাচ জিতছিলাম। আর সেটা নকআউট ছিল। একটু ভয় ছিল আমাদের মনে। কিন্তু ফ্যানদের বিশ্বাস আমাদের মোটিভেট করে। এই স্বপ্ন পূরণ হতেই পারত। তবে হয়ত আমার ভাগ্যে ছিল না।'

আরও পড়ুন: আজহারের রাজনৈতিক কেরিয়ারে বিরাট মোড়, বড় পদ পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক ...