আজকাল ওয়েবডেস্ক: ঘরে ফেরার গান শুনে ব্রাজিলে ফিরেছেন নেইমার। ছেলেবেলার ক্লাব স্যান্টোস, সেই ঐতিহাসিক ক্লাবই নেইমারের নতুন ঠিকানা। নেইমারকে ঘিরে দেখা গিয়েছে আবেগের বিস্ফোরণ। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কাঁদতে শুরু করে দেন ব্রাজিলীয় তারকা।

সেই নেইমার প্রথমদিনের অনুশীলনে গিয়েছেন নিজস্ব হেলিকপ্টারে। তিনি যেখানে থাকেন, সেখান থেকে স্যান্টোসের দূরত্ব অনেক। সেই কারণে হেলিকপ্টারের দ্বারস্থ হন নেইমার। ২০১৯ সালে আকাশছোঁয়া অর্থের বিনিময়ে এই হেলিকপ্টার কিনেছিলেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫ কোটি রিয়ালের বিনিময়ে এই হেলিকপ্টার কিনেছিলেন ব্রাজিলীয় তারকা ফুটবলার। 

এই হেলিকপ্টারের বিশেষত্বই হল তা রাতের অন্ধকারে ও খারাপ আবহাওয়ার মধ্যেও যাতায়াত করতে পারে। প্রায় এক যুগ পরে ব্রাজিলে ফিরে এলেন নেইমার। ২০১৩ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। সেখান থেকে পিএসজি হয়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন তিনি। সেখান থেকেই ছ' মাসের চুক্তিতে যোগ দেন স্যান্টোসে। 

কিন্তু স্যান্টোসের অনুশীলনে আসতেই নেইমারের বিপুল অর্থ খরচ হওয়ার কথা। হেলিকপ্টার নিয়ে অনুশীলনে এলে খরচ তো হওয়ারই কথা। ব্রাজিলের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, হেলিকপ্টারের জ্বালানির খরচই প্রায় সাত হাজার রিয়াল। 

শোনা যাচ্ছে, স্যান্টোস ক্লাবের নিকটে বাড়ি কেনার কথা ভাবনাচিন্তা করছেন নেইমার। তাঁর সঙ্গে স্যান্টোসের চুক্তি ছ'মাসের। তবে সেই চুক্তির মেয়াদ বাড়ানোও যাবে। ম্যাচ খেলে খেলে নেইমার নিজেকে তৈরি রাখতে চাইছেন পরবর্তী বিশ্বকাপের জন্য।