আজকাল ওয়েবডেস্ক: লাল হলুদ সমর্থকদের জন্য সুখবর। ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যোগ দিলেন আনোয়ার আলি। চোটের জন্য তিন সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন লাল হলুদের রক্ষণের প্রধান স্তম্ভ। খেলতে পারেননি আইএসএলের ফিরতি ডার্বি। দলের সঙ্গে গুয়াহাটিতেও যাননি। এবার চোটমুক্ত হয়ে আবার মাঠে ফিরলেন। মঙ্গলবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন আনোয়ার। মূলত রিহ্যাব করেন। এদিন মোহনবাগানের অনুশীলনও ছিল যুবভারতীতে। পুরোনো সতীর্থ বিশাল কাইত, দীপক টাংরিদের সঙ্গে দেখা হয় আনোয়ার আলির। সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি দাঁড়িয়ে গল্প করতে দেখা যায় দুই প্রধানের ফুটবলারদের। ছিলেন প্রভসুখন গিলও। আনোয়ারকে নিয়ে দুই প্রধানের সমর্থকদের মধ্যে তিক্ততা বাড়লেও, ফুটবলারদের মধ্যে সম্পর্ক একই রয়েছে।
মঙ্গলবারের পড়ন্ত বিকেলে যুবভারতীতে একটু ভিন্ন চিত্র দেখা যায়। পাশাপাশি মাঠে দুই দলের অনুশীলন ছিল। মোহনবাগান সমর্থকদের সেলফির আবদার মেটান ক্লেইটন সিলভা। চোটের জন্য গোয়ার বিরুদ্ধে খেলতে পারেননি ইস্টবেঙ্গলের অধিনায়ক। দলের সঙ্গে গেলেও গ্যালারিতে বসেই খেলা দেখেন। গোয়ার মাঠে তাঁদের বিরুদ্ধে ড্র লাল হলুদের নৈতিক জয়। শনিবার ঘরের মাঠে চেন্নাইনের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। চোট সারিয়ে অনুশীলনে যোগ দিলেও সেই ম্যাচে আনোয়ারকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। ক্লেইটনও অনিশ্চিত। তবে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া থাকবেন অস্কার ব্রুজো।
