আজকাল ওয়েবডেস্ক: স্কুলের ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়তে খেলাধুলোর ভূমিকা নিয়ে একটি কর্মশালা আয়োজিত হল। বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষে ভারতের মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী কলকাতার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনে কিছু সময় পড়ুয়াদের সঙ্গে কাটান। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-র সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে দেদার অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি স্কুল পড়ুয়াদের সঙ্গে ছবি তোলেন এবং কথা বলেন। ঝুলন এদিন পড়ুয়াদের জানান, তাঁরা যেন নিজেদের সেই সব স্বপ্ন পূরণ করে, যা তাঁদের আনন্দ দেবে। সাফল্য মানুষের জীবনে কাম্য। কিন্তু নিজে সেই কাজে আনন্দ পাওয়া অনেক বেশি প্রয়োজনীয়।
খেলাধুলোর জন্য ঠিকমতো স্কুল করতে পারেননি ঝুলন। ক্রিকেটের জন্য অনেক আত্মত্যাগ করতে হয়েছে। স্কুলের সেইসব দিনগুলো মিস করেন তারকা ক্রিকেটার। তবে পাশাপাশি জানিয়ে দিলেন, খেলাধুলো একজনের চরিত্র গড়তেও সাহায্য করে। শৃঙ্খলা শেখায়। অনুষ্ঠানে এসে ঝুলন বলেন, 'আমি আমার স্কুলের দিনগুলো মিস করি। সেই সময় ট্রেনিং, যাতায়াতের জন্য আমি নিয়মিত স্কুলে যেতে পারিনি। সেই দিনগুলো জীবনের সেরা দিন ছিল। তখন মেয়েদের ক্রিকেটের তেমন পসার ছিল না। তাও আমি ঝুঁকি নিয়েছিলাম। স্পোর্টস জুয়া খেলায় মতো। তবে নিজের স্বপ্ন তাড়া করা খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে লক্ষ্যে স্থির থাকতে হবে। সাফল্য আসতেও পারে, আবার নাও আসতে পারে। তবে যা করছো, সেটা খুশি মনে করতে হবে। উপভোগ করতে হবে।' এমন একটি বিশেষ দিনে স্কুল পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় নস্টালজিক হয়ে পড়েন ঝুলন।
