আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। ১৬ জনের দলের নেতৃত্বে চরিথ আশালাঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে দলে ফিরলেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারঙ্গা। গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি চোটের জন্য। জিম্বাবোয়ের বিরুদ্ধে আগামী টি–টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে ২৮ বছরের ক্রিকেটারকে।
প্রসঙ্গত, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন হাসারঙ্গা। গত জুলাই মাসে বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলার সময় চোট পেয়েছিলেন। তার পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। এখনও পুরোপুরি ফিট না হলেও তাঁকে রেখেই এশিয়া কাপের দল নির্বাচন করেছেন শ্রীলঙ্কার নির্বাচকরা। জোরে বোলার দুষ্মন্ত চামিরাকেও এশিয়া কাপের দলে রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং অভিজ্ঞদেরই নির্বাচন করা হয়েছে।
এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে খেলতে হবে বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকংয়ের সঙ্গে। আগামী ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে। ১৫ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ হংকং। ১৮ সেপ্টেম্বর রশিদ খানের আফগানিস্তানের মুখোমুখি হবেন আশালঙ্কারা।
আরও পড়ুন: প্রত্যাশামতোই জিতলেন বাছাইরা, তবে বিতর্কও সঙ্গী থাকল ইউএস ওপেনে
এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা দল: চরিথ আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশঙ্ক, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিন্দু ফার্নান্ডো, কামিন্ডু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা এবং মাথিশা পাথিরানা।
এদিকে, জানা গেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ সদস্যের ভারতীয় দল আগামী ৪ সেপ্টেম্বর দুবাইয়ে মিলিত হবে এশিয়া কাপের প্রস্তুতির জন্য। টুর্নামেন্ট শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। তবে ক্রিকেটাররা তাদের নিজ নিজ শহর থেকে সরাসরি দুবাই পৌঁছবেন বলে জানা গিয়েছে। দলের সকলে একসঙ্গে মুম্বই হয়ে রওনা দিচ্ছেন না। জানা গিয়েছে, লজিস্টিকসের সুবিধা এবং খেলোয়াড়দের যাতায়াতের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘সব ক্রিকেটার ৪ সেপ্টেম্বর সন্ধের মধ্যে দুবাই পৌঁছে যাবে এবং প্রথম নেট সেশন হবে ৫ সেপ্টেম্বর আইসিসি অ্যাকাডেমিতে। লজিস্টিকসের সুবিধার কারণে খেলোয়াড়রা তাদের নিজ শহর থেকে সরাসরি দুবাই ফ্লাইটে আসবেন’।
আরও পড়ুন: দলীপে নেমেই নজির তরুণ ব্যাটারের, এই কৃতিত্ব নেই বিরাট–রোহিতদেরও...
ওই কর্মকর্তা জানান, ‘কেউ কেউ মুম্বই থেকে আসবেন, কিন্তু বাকি খেলোয়াড়দের মুম্বই আসার পরে দুবাই যাওয়া অযৌক্তিক। তাছাড়া, দুবাইয়ের ফ্লাইট অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটের তুলনায় সংক্ষিপ্ত’। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারত ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে। গ্রুপের তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ হল ওমান (১৯ সেপ্টেম্বর)। এরপর সুপার ফোর পর্যায় শুরু হবে। এশিয়া কাপের জন্য স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে, অর্শদীপ সিং ও হর্ষিত রানা নর্থ জোনের হয়ে দলীপ ট্রফি কোয়ার্টার ফাইনালে খেলে যাচ্ছেন, আর কুলদীপ যাদব সেন্ট্রাল জোনের হয়ে নর্থ ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবেন। তবে স্ট্যান্ডবাইয়ে থাকা ক্রিকেটার প্রসিধ কৃষ্ণা বা ওয়াশিংটন সুন্দর মূল স্কোয়াডের সঙ্গে নেট বোলার হিসেবে দুবাই যাবেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।
