আজকাল ওয়েবডেস্ক: আট বছর পর সন্তোষ ট্রফি জেতার হাতছানি বাংলার সামনে। সঞ্জয় সেনের দলের সামনে একটি মাত্র হার্ডল। মঙ্গলবার কেরলকে হারালেই চ্যাম্পিয়ন। গোটা টুর্নামেন্টে যে ছন্দে রয়েছে বাংলা দল, স্বপ্ন দেখা যেতেই পারে। একের পর এক বাধা টপকে ফাইনালে পৌঁছেছে নরহরিরা। ফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী কেরল। সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সাফল্য নিয়ে সোমবার নিউ সেক্রেটারিয়েটের ক্রীড়াদপ্তরে একটি বিশেষ বৈঠক করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন আইএফএ'র সভাপতি অজিত ব্যানার্জি, সহ সভাপতি স্বরূপ বিশ্বাস, সৌরভ পাল সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াদপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
এদিন কোচ সঞ্জয় সেন এবং বাংলার অধিনায়ক চাকু মান্ডির সঙ্গে ফোনে কথা বলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ফাইনালের আগে তাঁদের উৎসাহিত করেন। ক্রীড়ামন্ত্রী তাঁদের জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব সময় তাঁদের পাশে আছেন। একইসঙ্গে সবাই সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সাফল্য কামনা করেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সোমবার সাংবাদিক সম্মেলন থেকে ফোন করেন বাংলার কোচ সঞ্জয় সেনকে। বলেন, 'ফাইনালের জন্যে শুভেচ্ছা। তুমি জয়ী হয়ে এসো। তোমার কাছে প্রত্যাশা অসীম।'
