আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে যাত্রা শুরু মোহনবাগানের। রাত ৭.১৫ মিনিটে শুরু ম্যাচ। ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। মোহনবাগান ম্যানেজমেন্টের আশা, সব মিলিয়ে প্রায় ৫০ হাজার দর্শক হবে। সমর্থকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিশেষ পরিবহন ব্যবস্থা করা হয়েছে। স্পেশাল মেট্রো, বাস এবং ফেরির ব্যবস্থা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। সল্টলেক স্টেডিয়াম থেকে হাওড়া যাওয়ার শেষ মেট্রো রাত সাড়ে নটায়। থাকছে বিশেষ বাস পরিষেবা। বিকেল পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা এবং ম্যাচ শেষ হওয়ার পর রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে বাস পরিষেবা। বিধাননগর, শিয়ালদহ স্টেশন, সায়েন্স সিটি, এসপ্ল্যানেড থেকে স্টেডিয়াম পর্যন্ত বাস থাকবে। সমস্ত গেট থেকে পাওয়া যাবে। এছাড়াও থাকছে বিশেষ ফেরি সার্ভিস। বাবুঘাট এবং আহিরিটলা থেকে ছাড়বে ফেরি। 

ডুরান্ড কাপ থেকে ছিটকে যাওয়ার পর প্রস্তুতির জন্য প্রায় ছয় সপ্তাহ পেয়েছেন হোসে মোলিনা। তার মাঝে দলে যোগ দিয়েছেন রবসন। মঙ্গলবার সবুজ মেরুন জার্সিতে অভিষেক হবে ব্রাজিলীয় তারকার। চোটের জন্য মনবীর সিংকে পাবে না মোহনবাগান। বাকি সবাইকেই পাওয়া যাবে। গতবছর আইএসএল লিগ শিল্ড এবং চ্যাম্পিয়নশিপ জেতে মোহনবাগান। ভারতসেরা হওয়ার পর আগের মরশুমে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দেন, এবার তাঁদের লক্ষ্য আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাই এবার মোলিনা অ্যান্ড কোম্পানির একমাত্র লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের পরের রাউন্ডে যাওয়া। আহাল এফকের বিরুদ্ধে ছ'জন বিদেশিকেই পাবেন মোলিনা। চোট সারিয়ে ফিরছেন শুভাশিস বসু। কিন্তু পুরো ম্যাচ খেলবেন কিনা প্রশ্নচিহ্ন রয়েছে। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার পূর্ণ ফায়দা নিয়ে চাইছেন বানানের স্প্যানিশ কোচ।