আজকাল ওয়েবডেস্ক: এখনও তিনি আকাশ ছুঁয়ে হেড করতে পারেন। এখনও তিনি প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেন। আবার স্ট্রাইকারের পা থেকে বল কেড়ে নিয়ে তাঁর রাতের ঘুমও কেড়ে নিতে পারেন।
তিনি সের্জিও রামোস। এই ৩৯-এও তিনি গোল করেন, গোল বাঁচান। তাঁর জন্যই ক্লাব বিশ্বকাপে মন্তেরেই জিততেই দিল না ফেভারিট ইন্টার মিলানকে। যে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুরমুশ করেছিল পিএসজি।
সেটা ছিল চ্যাম্পিয়ন্স লিগ। আর এটা ক্লাব বিশ্বকাপ। মেক্সিকান ক্লাব মন্তেরেই ও ইন্টার মিলানের শক্তির কোনও তুলনাই হয় না। মেক্সিকোর লিগেই এই ক্লাব রয়েছে সাতে। অসম লড়াইয়ে রামোসের ক্লাব জিততে দিল না ইন্টারকে। সৌজন্যে রামোস। দুই দলের খেলা শেষ হল ১-১ গোলে।
ম্যাচজুড়ে দাপট ছিল ইন্টার মিলানেরই। বল নিয়ন্ত্রণে রাখার লড়াইয়েও এগিয়েছিল। মন্তেরেই ১১ বার টার্গেট করে একবারই গোলে বল রাখতে পারে। আর সেটাই তাদের এনে দেয় এক পয়েন্ট।
২৫ মিনিটে রামোস এগিয়ে দেন মন্তেরেইকে।
৪২ মিনিটে লাউতারো মার্তিনেসের গোলে সমতায় ফেরে ইন্টার। তার পরেও গোলের সুযোগ পেয়েছিল ইন্টার। কিন্তু ঠোঁট আর পেয়ালার মধ্যে যে ব্যবধান তা থেকেই গেল।
