আজকাল ওয়েবডেস্ক: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা  ১৩৬ রানের অসাধারণ ইনিংস আইডেন মার্করামকে  এক ঝটকায় নিয়ে যায় সাফল্যের চূড়োয়।  

দক্ষিণ আফ্রিকাও মুছে ফেলে চোকার্স কলঙ্ক। মার্করাম ম্যাচের সেরা হন। আর ওই অবিশ্বাস্য ইনিংস মার্করামকে এক নিমেষে টেস্ট র‍্যাঙ্কিংয়ে পৌঁছে দেয় এগারো নম্বরে। এক লাফে সাত ধাপ এগিয়ে এসেছেন তিনি। 

আইসিসি-র নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী মার্করামের রেটিং পয়েন্ট ৭২৩। দশ নম্বরে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের চেয়ে ২ রেটিং পয়েন্ট কম।

ফাইনালে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিনি চার ধাপ নেমে এখন ১২ নম্বরে। 

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সেরা সাতে কোনও পরিবর্তন নেই। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা ছ' নম্বরে রয়েছেন। সেরার সেরা জো রুট। সেরা দশে রয়েছেন ভারতের দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল (৪) ও ঋষভ পন্থ (৮)। 

লর্ডসের ফাইনালে ১১০ রানে ৯ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে তিনি। শীর্ষে জশপ্রীত বুমরা।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে  সেরা ভারতের রবীন্দ্র জাদেজা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অপরাজিত ৫৯ রান করেন মিচেল স্টার্ক। দুই ইনিংস মিলিয়ে নেন ৫ উইকেটে। র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন তিনি।


টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতায় দক্ষিণ আফ্রিকা দুই নম্বরে উঠে এসেছে। ইংল্যান্ড নেমে গিয়েছে তিনে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেও এক নম্বরেই অস্ট্রেলিয়া।