আজকাল ওয়েবডেস্ক:  বার্মিংহ্যাম টেস্টে খেলছেন না জসপ্রীত বুমরা। কিছুদিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। বুমরাহ খেলবেন নাকি খেলবেন না। অবশেষে দেখা গেল বুমরাহ খেলছেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত। 

এজবাস্টন টেস্টে ভারতের একাদশ দেখে যেন আকাশ থেকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার  ডেল স্টেন। 

জাসপ্রীত বুমরাহর মতো একজন বোলারকে প্রথম একাদশে না রাখা বিশ্বাসই হচ্ছে না স্টেনগানের। তিনি বিশয়টি তুলনা করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পর্তুগালের প্রথম একাদশে না খেলানোর সঙ্গে। স্টেনের মতে, এটা পাগলামি। 

এজবাস্টনে ভারতের প্রথম একাদশ দেখে অনেকেই অসন্তুষ্ট। চোখ কপালে ওঠার জোগাড়। রবি শাস্ত্রীর মতো প্রাক্তন কোচ পর্যন্ত প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এক সপ্তাহ বিশ্রামের পরেও কেন বুমরাহকে খেলানো হল না এজবাস্টনে। শাস্ত্রীর মতোই চমকে গিয়েছেন স্টেনও। তিনি বলেছেন, ''পর্তুগালের রয়েছে বিশ্বের সেরা স্ট্রাইকার রোনাল্ডো। কিন্তু তারা রোনাল্ডোকে না খেলানোর সিদ্ধান্ত নিল। এটা পাগলামি ছাড়া কিছু নয়। ভারতীয় দলে বুমরাহকে না খেলানোর ব্যাপারটিও সেরকমই।'' 

দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বুমরাহর জায়গায় এসেছেন আকাশদীপ। এছাড়া নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরকেও প্রথম একাদশে জায়গা দেওয়া হয়েছে। টসের পরে ভারত অধিনায়ক শুভমান গিলকে বলতে শোনা গিয়েছে, ''
আমরা লম্বা একটা বিরতি পেয়েছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের। লর্ডসে তৃতীয় টেস্টে বোলাররা আরও বেশি সাহায্য পাবে বলে মনে করি। সেখানে বুমরাহকে কাজে লাগবে।''
বুমরাহ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ''অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। এক সপ্তাহের বিরতি পেয়েছিল দল। বুমরাহ এই ম্যাচে নেই দেখে অবাকই হলাম। এই সিদ্ধান্তের ভার  খেলোয়াড়ের হাত থেকে কেড়ে নেওয়া উচিত। প্রথম একাদশে কারা খেলবে,তা নির্ধারণ করা উচিত অধিনায়ক ও প্রধান কোচের। এই ম্যাচটি এতটাই গুরুত্বপূর্ণ যে বুমরাহর খেলা উচিত ছিল। লর্ডস টেস্ট তো পরে। দ্বিতীয় টেস্ট বেশি গুরুত্বপূর্ণ।''