আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত–পাক সংঘাতের আবহে এক সপ্তাহ স্থগিত হয়েছিল আইপিএল। যা আবার শুরু হচ্ছে ১৭ মে থেকে। বিদেশি ক্রিকেটারদের অনেকেই ফিরে আসছেন। আবার কেউ কেউ আসছেন না। এই যখন পরিস্থিতি, তখন একদিন আগেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছিল, ২৬ মে’‌র মধ্যে সমস্ত ক্রিকেটারদের দেশে ফিরে আসতে হবে। কারণ ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 


পরিবর্তিত সূচি অনুযায়ী ৩ জুন হবে আইপিএল ফাইনাল। আগে ঠিক ছিল ২৫ মে হবে ফাইনাল। সেক্ষেত্রে ২৬ মে’‌র ডেডলাইন ঠিক ছিল। কিন্তু আইপিএল এক সপ্তাহ পিছিয়ে যাওয়াতেই হয় বিপত্তি। এরপরই বিসিসিআই ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার শীর্ষ পদাধিকারীদের মধ্যে কথাবার্তা শুরু হয়। আর তাতেই হল সমস্যার সমাধান।


দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড একেবারে ইউ টার্ন নিয়ে নিল। 


বিবৃতি দিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, ‘‌বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অনুশীলন শুরু হবে ৩ জুন থেকে। গোটা বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ফাইনালের প্রস্তুতির উপর দল এখন জোর দিচ্ছে।’‌


ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্তের ফলে কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি কিংবা মার্কো জেনসেনদের আইপিএলের বাকি অংশ খেলতে আর সমস্যা হওয়ার কথা নয়। 


প্রসঙ্গত, টেস্ট ফাইনালের অংশ হিসেবে ৩ জুন থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। তবে সেই ম্যাচ এখন হবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হল। কারণ দক্ষিণ আফ্রিকা অনুশীলনই শুরু করবে ৩ জুন থেকে।


প্রসঙ্গত, ফাইনালের দলে থাকা আট ক্রিকেটার খেলছেন আইপিএলে। রাবাদা (‌গুজরাট)‌, এনগিডি (‌আরসিবি)‌, ট্রিস্টান স্টাবস (‌দিল্লি)‌, মার্করাম (‌লখনউ)‌, রায়ান রিকেলটন (‌মুম্বই)‌, করবিন বশচ (‌মুম্বই)‌, মার্কো জেনসেন (‌পাঞ্জাব)‌, উইয়ান মুল্ডার (‌হায়দরাবাদ)‌।