আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়া দল ঘোষণা করে দিয়েছে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা।
দলের নেতৃত্বে রয়েছেন তেম্বা বাভুমা। চোট সারিয়ে ফাইনালের দলে ফিরেছেন লুঙ্গি এনগিডি।
চূড়ান্ত দলে আছেন তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডে জর্জি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, করবিন বশচ, কাইল ভেরিয়েনি, ডেভিড বেডিংহ্যাম, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুস্বামী, ডেন প্যাটারসন।
যা দল তাতে টপ অর্ডারে থাকবেন টনি ডে জর্জি, রায়ান রিকেলটন, এইডেন মার্করাম। মিডল অর্ডারে দায়িত্ব সামলাতে হবে তরুণ ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, বাভুমাকে।
উইকেটের পিছনে দায়িত্ব সামলাতে হবে কাইল ভেরিয়েনিকে। ব্যাট হাতে দায়িত্ব থাকবে লোয়ার মিডল অর্ডারে। অলরাউন্ডারদের মধ্যে আছেন মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার।
১৫ জনের স্কোয়াডে পাক সিরিজে খেলা দুই ক্রিকেটার বাদ পড়েছেন। এনগিডি ফেরায় বাদ পড়েছেন তরুণ পেসার কেয়ানা মাফাকা। টপ অর্ডার ব্যাটার ম্যাথিউ ব্রিটজকেও বাদ পড়েছেন।
শীর্ষে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে জয় এসেছিল পাকিস্তান, শ্রীলঙ্কার বিরুদ্ধে। ড্র হয় ভারতের বিরুদ্ধে। আর অ্যাওয়ে সিরিজে জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের বিরুদ্ধে। হারতে হয়েছিল শুধু নিউজিল্যান্ড সিরিজ।
১২ ম্যাচের মধ্যে আট জয়। একটি ড্র। প্রোটিয়ারা উঠে যায় ফাইনালে।
