আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বোলিং শক্তি বাড়াল দক্ষিণ আফ্রিকা। দলের সঙ্গে যোগ দেন লুঙ্গি এনগিডি। জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার লাল বলের ক্রিকেটে দেখা গিয়েছে প্রোটিয়া পেসারকে। কাগিসো রাবাডার পরিবর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হল এনগিডিকে। বুকের পাঁজরে চোটের জন্য প্রথম টেস্টে খেলেননি দক্ষিণ আফ্রিকার একনম্বর বোলার। ২২ নভেম্বর গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। রাবাডার অনুপস্থিতিতে প্রোটিয়াদের পেস আক্রমণকে নেতৃত্ব দেন মার্কো জ্যানসেন। ছিলেন করবিন বস এবং উইয়ান মুলডার। ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে বাদ পড়েন এনগিডি। পাকিস্তান সফরেও যাননি তিনি। কিন্তু অবশেষে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্টে জায়গা পেলেন ২৯ বছরের পেসার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ীরা মাত্র আড়াই দিনে ইডেন টেস্ট জেতে। ৩০ রানে হারায় টিম ইন্ডিয়াকে। ১৫ বছরে ভারতের মাটিতে প্রথম টেস্ট জয়। দুই ম্যাচের সিরিজে ১-০ এ এগিয়ে যায়। টেস্টের ইতিহাসে ১২৪ দ্বিতীয় সর্বনিম্ন রান যা তাড়া করে জিততে ব্যর্থ হয় ভারত।সর্বনিম্ন ১২০। ১৯৯৭ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রান তাড়া করে জিততে পারেনি শচীনরা। গুয়াহাটিতে সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করবে টিম ইন্ডিয়া। এদিকে দ্বিতীয় টেস্ট জিতে ঐতিহাসিক সিরিজ জেতার লক্ষ্যে নামবে প্রোটিয়ারা।
ঘরের মাঠে সিরিজ হারের পর সমালোচনার মুখে গৌতম গম্ভীর সহ টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার হেড কোচের তুলোধোনা করেন হরভজন সিং, ভেঙ্কটেশ প্রসাদরা। নিজের এক্স হ্যান্ডেলে প্রসাদ লেখেন, 'সাদা বলের ক্রিকেটে আমরা দারুণ খেলছি। কিন্তু এমন প্ল্যানিং নিয়ে আমরা নিজেদের সেরা টেস্ট দল বলতে পারব না। দল নির্বাচনে কোনও স্বচ্ছতা নেই।কোনও ট্যাকটিক্যাল পরিকল্পনা নেই। ইংল্যান্ডে ড্র ছাড়া গত এক বছরে আমাদের লাল বলের ক্রিকেটে রেজাল্ট খুবই খারাপ।' আরও বেশি আক্রমণাত্মক ভাজ্জি। হরভজন বলেন, 'ওরা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। টেস্ট ক্রিকেটের জন্য দুঃখ হয়। শান্তিতে থেকো টেস্ট ক্রিকেট। গত কয়েক বছর ধরে যে ধরনের পিচ বানানো হচ্ছে। আমি সবই দেখছি। কিন্তু এই নিয়ে কেউ কোনও কথা বলে না। কারণ দল জিতছে। কেউ উইকেট নিচ্ছে। কেউ সেই উইকেটগুলো নিয়ে মহান হচ্ছে। তাই সবাই ভাবে সবকিছু ঠিকঠাক হচ্ছে। তবে এটা এখন থেকে শুরু হয়নি। বেশ কয়েক বছর ধরে চলছে। আমার মতে, এটা ক্রিকেট খেলার ভুল ধরন। এইভাবে এগোনো যাবে না। হয়তো দল জিতছে, কিন্তু তাতে কোনও লাভ নেই। এইভাবে ক্রিকেটার হিসেবে উন্নতি করা সম্ভব নয়। তাই আমার মনে হয়, এবার এটা নিয়ে ভাবার সময় হয়ে গিয়েছে।' শুক্রবার থেকে গুয়াহাটির নতুন স্টেডিয়ামে শুরু দ্বিতীয় টেস্ট।
