আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের আইসিসি ব়্যাঙ্কিংয়ে ওপরে উঠে এলেন স্মৃতি মান্ধানা। তিনধাপ এগিয়ে দুই নম্বরে ভারতের সহ অধিনায়ক। টি-২০ ক্রিকেটেও ব়্যাঙ্কিংয়ে এগোলেন। একধাপ ওপরে উঠে তিনে চলে এলেন স্মৃতি। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের ফল পেলেন মহিলা তারকা। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ১০৫ রান করেন মান্ধানা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৫৪ রান করেন। এই দুই ইনিংসের ফলে আইসিসি ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল তাঁর। প্রথম দশে একমাত্র ভারতীয় ব্যাটার তিনিই। দুই ধাপ নীচে নেমে ১৩ নম্বরে হরমনপ্রীত কৌর। ছয় ধাপ ওপরে উঠে ১৫ নম্বরে চলে এলেন জেমাইমা রডরিগেজ।
বোলিংয়ে ব়্যাঙ্কিংয়ে অবনতি দীপ্তি শর্মার। দু'ধাপ নীচে নেমে পাঁচ নম্বরে ভারতীয় অলরাউন্ডার। ব়্যাঙ্কিংয়ে ওপরের দিকে ওঠেন অরুন্ধতী রেড্ডি এবং রেণুকা ঠাকুর। একদিনের ব়্যাঙ্কিংয়ে নামলেও টি-২০ তে প্রথম দশে আছেন হরমনপ্রীত কৌর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩ রানের পর ছয় ধাপ ওপরে উঠে ১৫ নম্বরে চলে এলেন জেমাইমা রডরিগেজ। সংক্ষিপ্ত ফরম্যাটে দুই ধাপ ওপরে উঠে দ্বিতীয় স্থানে দীপ্তি শর্মা। ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয় তিতাস সাধুরও।
