আজকাল ওয়েবডেস্ক: আইসিসি মেয়েদের বর্ষসেরা একদিনের দলের পর এবার টি-২০ দলেও জায়গা পেলেন স্মৃতি মান্ধানা। শনিবার আইসিসি বর্ষসেরা টি-২০ দল ঘোষণা করা হয়। সেই দলে সুযোগ পায় ভারতের তিন কন্যা। এই তালিকায় আছেন স্টার ওপেনার স্মৃতি মান্ধানা, উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ এবং অলরাউন্ডার দীপ্তি শর্মা। আইসিসির টি-২০ দলে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা সবচেয়ে বেশি। তিন ভারতীয় ক্রিকেটার ছাড়াও দলে রয়েছে দক্ষিণ আফ্রিকার দু'জন এবং শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং আয়ারল্যান্ডের একজন করে ক্রিকেটার। শুক্রবার আইসিসি একদিনের বর্ষসেরা দলে ছিলেন স্মৃতি এবং দীপ্তি। ২০২৪ সাল দুর্দান্ত কেটেছে মান্ধানার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ রান দিয়ে শুরু করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে পরপর তিনটে অর্ধশতরান করেন। ২৩ ম্যাচে ৭৬৩ রান করে মেয়েদের আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে দু'নম্বরে উঠে আসেন। আটটি অর্ধশতরান করেন। সর্বোচ্চ ৭৭। গড় ৪২.৩৮। স্ট্রাইক রেট ১২৬.৫৩।
বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কাড়েন রিচা ঘোষ। বিশ্ব ক্রিকেটে তরুণ প্রতিভা হিসেবে নিজেকে তুলে ধরেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২৯ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ২১ ম্যাচে ৩৬৫ রান করেন। তারমধ্যে রয়েছে দুটো অর্ধশতরান। গড় ৩৩.১৮। স্ট্রাইক রেট ১৫৬.৬৫। অন্যদিকে ভারতের সাফল্যে অলরাউন্ড অবদান রাখেন দীপ্তি শর্মা। ৩০ উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। গড় ১৭.৮০। ইকোনমি রেট ৬.০১। মেয়েদের এশিয়া কাপে নেপাল এবং পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট তুলে নেন। গোটা বছরই ব্যাট এবং বল হাতে উল্লেখযোগ্য ভূমিকা নেন। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সেরা একাদশে জায়গা করে নেয় তিন ভারতীয় মহিলা ক্রিকেটার। আইসিসি অলস্টার টি-২০ দলের অধিনায়কও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
