আজকাল ওয়েবডেস্ক: বার্সা-ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম সাক্ষাতের পরে ইন্টারের কোচ সিমোনে ইনজাঘি বলেছিলেন, ''ইয়ামাল এমন প্রতিভা যা ৫০ বছরে একবারই দেখা যায়। ওকে কাছ থেকে দেখতে পেয়ে আমি মুগ্ধ এবং আনন্দিত।''
১৭ বছরের প্রতিভাধর ফুটবলারকে থামাতে বাড়তি মনোযোগ দিচ্ছেন ইন্টার মিলান কোচ।
বার্সেলোনার নিজের মাঠে ইন্টারের সঙ্গে খেলাটা ৩-৩ গোলে শেষ হয়েছিল। ইয়ামাল সেই ম্যাচে সব আলো শুষে নিয়েছিলেন।
বার্সার সেই কিশোর তারকাকে নিয়ে নিজের পরিকল্পনার কথা সাংবাদিক বৈঠকে জানালেন ইনজাঘি। তিনি বলেন, ''ইয়ামাল যেন বল না পায়। তবে এটা তো সম্ভব নয়। ওকে দু'জন মিলে মার্ক করবে। ইয়ামাল এমন একজন যাকে সবসময়ে নজরে রাখতে হবে।''
ইয়ামাল স্তুতি এখানেই শেষ নয়। ইনজাঘি আরও বলেন, ''অসাধারণ এক প্রতিভা ইয়ামাল। ও জানে কখন কীভাবে খেলতে হয়।''
