আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মা যা পারেননি, সেটা করে দেখালেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে প্রথম জয় পেল ভারত। এর আগে প্রথম টেস্টে জঘন্য ফিল্ডিংয়ের জন্য সমালোচিত হতে হয়েছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। কিন্তু দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ে উন্নতি করে শুভমন গিল অ্যান্ড কোম্পানি। এবার সমালোচকদের একহাত নেন ভারত অধিনায়ক। বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি জানালেন, প্রত্যেক ম্যাচে এত ক্যাচ মিস করবে না তাঁরা। গিল বলেন, 'প্রথম ম্যাচে আমরা যে ভুলগুলো করেছিলাম, সেগুলো শুধরে নিয়েছি। আমাদের বোলিং এবং ফিল্ডিং ভাল হয়েছে। আমরা জানতাম এই উইকেটে ৪০০-৫০০ রান তুলতে পারলে জেতার সম্ভাবনা থাকবে। হেডিংলির মতো সবসময় আমরা এত ক্যাচ মিস করব না। ফাস্ট বোলাররা ভাল বল করেছে। টপ অর্ডারকে অল্প রানের মধ্যে ফিরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আকাশ দীপ প্রাণ দিয়ে বল করেছে। সঠিক লেন্থে বল ফেলেছে। বল দু'দিকেই সুইং করিয়েছে। এইধরনের উইকেটে যা খুবই কঠিন। ও দুর্দান্ত বল করেছে।'
প্রথম ইনিংসে দ্বিশতরানের পর, দ্বিতীয় ইনিংসে শতরান। কিন্তু এখনও নিজের পারফরম্যান্সে পুরোপুরি খুশি নয়। জানান, তাঁর অবদানে সিরিজ জিততে পারলে, তবেই সন্তুষ্ট হবেন। দাবি, প্রতিনিয়ত নতুন কিছু শিখছেন। গিল বলেন, 'আমি নিজের খেলা নিয়ে এখনও অস্বস্তি বোধ করছি। আমার অবদানে সিরিজ জিততে পারলে, আমি খুশি হব। প্রতিদিনই আমার কাছে শিক্ষার। আমি মাঠে নেমে ব্যাটার হিসেবে খেলতে চাই, ব্যাটার হিসেবে ভাবতে চাই, ব্যাটার হিসেবে সিদ্ধান্ত নিতে চাই। অধিনায়কের চিন্তাভাবনা রাখলে অনেক সময় ঝুঁকি নেওয়া যায় না। যা কখনও একজন ব্যাটারকে নিতে হয়।' লর্ডসে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য উত্তেজিত গিল। তৃতীয় টেস্টে ফিরছেন যশপ্রীত বুমরা।
