আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র সাত দিন বাকি। একদিনের ক্রিকেটে ব্যাটারদের মধ্যে একনম্বর স্থানের কাছাকাছি পৌঁছে গেলেন রোহিত শর্মা এবং শুভমন গিল। বর্তমান ব়্যাঙ্কিং অনুযায়ী এখনও একনম্বর স্থান বাবর আজমের দখলে। কিন্তু পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে তাড়া করছেন দুই ভারতীয় তারকা। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে শতরান করে বাবরকে প্রায় ছুঁয়ে ফেলতে চলেছেন রোহিত এবং গিল। একধাপ ওপরে উঠে দুই নম্বরে চলে এসেছেন শুভমন। বাবরের সঙ্গে মাত্র পাঁচ রেটিং পয়েন্টের পার্থক্য। তৃতীয় স্থানে রোহিত। তাঁর সঙ্গে প্রাক্তন পাক অধিনায়কের তফাৎ ১৩ রেটিং পয়েন্টের।
কটকে শতরান করায় ক্রমতালিকায় এগিয়ে আসেন ভারত অধিনায়ক। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান এবং শতরান করায় ব়্যাঙ্কিংয়ে এগোন শুভমন। বাবরের ঘাড়ে নিশ্বাস ফেলছে দুই ভারতীয় তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে অদলবদল হয়েছে। ১৩ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের ফকর জামান। ২৯ নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। ৩৮ নম্বরে জস বাটলার। ৪০ নম্বরে ফিরেছেন ডেভন কনওয়ে। জো রুটের ব়্যাঙ্কিং ৫১। ৫০ ওভারের ক্রিকেটে ফিরে নিজেদের ব়্যাঙ্কিংয়ের উন্নতি করেন এই তারকারা। বোলারদের মধ্যে প্রতিযোগিতা সমানভাবে কঠিন। প্রথম পাঁচের মধ্যে ১৮ রেটিং পয়েন্টের পার্থক্য। ইংল্যান্ড সিরিজে ভাল পারফরম্যান্সের জন্য ক্রমতালিকায় এগোলেন রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সামি।
