আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টন টেস্ট ৩৩৭ রানে জয়ের পর শুভমন গিলের ভূয়সী প্রশংসা করেন নাসের হোসেন। জয়ের ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ করে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার লর্ডসে তৃতীয় টেস্ট। শুভমনকে অধিনায়ক ঘোষণা করার পর, অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু তরুণ অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। নাসের হোসেন বলেন, 'ওকে অনেক বেশি দেখা গিয়েছে। হারলেই লোকে অধিনায়কের দোষ দেয়। বলা হয় লুকিয়ে পড়েছে। জিতলেই বলা হয় দারুণ অধিনায়ক। হেডিংলি ম্যাচে অনেকেই ওকে অনেক কিছু বলেছে। সবাই ওকে মতামত দিচ্ছিল। বোঝা যাচ্ছিল না কে দায়িত্বে আছে। কিন্তু আজকে স্পষ্ট মনে হয়েছে, দলের দায়িত্ব ওর হাতে।'
যখনই ক্যামেরা গিলের দিকে তাক করা হয়েছে, তখনই ওকে ফিল্ড সেট করতে দেখা গিয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করেন, কেএল রাহুল, ঋষভ পন্থের সঙ্গে আলোচনা করলেও, এজবাস্টনে অনেক বেশি দাপুটে দেখায় গিলকে। তাঁর আচরণেরও প্রশংসা করেন। নাসের হোসেন বলেন, 'কেএল রাহুল, ঋষভ পন্থ বা অন্য কারোর থেকে ওর সাহায্য লাগতেই পারে। তবে দায়িত্ব ওর হাতেই ছিল। ও শান্ত এবং সংগঠিত। ওর সাক্ষাৎকার দেখো। ওর হার্টবিট খুব মন্থর। ও কোহলির মতো হবে না। এটা ওর পক্ষে যেতে পারে। দলকে শান্ত করার জন্য এমন একজনকে দরকার। ও চুপচাপ অনেক কিছু করেছে। আকাশ দীপ একটা প্রান্ত থেকে ভাল বল করেছিল। আমরা ভেবেছিলাম, সেদিক থেকেই শুরু করবে। কিন্তু ও অন্য প্রান্ত থেকে শুরু করে, এবং সেটা কাজে দেয়। বেশ কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন করেছে, যা কার্যকরী হয়েছে। ওর প্রাথমিক কাজ, রান করা। প্রচুর রান করেছে।' মাত্র দুটো টেস্টেই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মন জয় করেন গিল।
