আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে কিভাবে যশপ্রীত বুমরাকে ব্যবহার করা হবে সেই নিয়ে প্রচুর আলোচনা চলছে। মুখ্য নির্বাচক অজিত আগরকর স্পষ্ট জানিয়ে দেন, প্রত্যেক টেস্টে খেলবেন না তারকা পেসার। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর রাখা হবে। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্র্যাড হগ মনে করেন, স্ট্র্যাটেজি করে খেলানো উচিত বুমরাকে। হাতে গুরুত্বপূর্ণ সময় তাঁকে পাওয়া যায়। তিনি মনে করেন, প্রথম টেস্টে খেলানো উচিত নয় তারকা পেসারকে। হগ বলেন, 'তিনটে ম্যাচে স্ট্র্যাটেজি করে খেলতে হবে। ওর থেকে সেরাটা বের করে নিতে হবে। ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সিরিজ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ওকে লর্ডসে খেলাতেই হবে। ওয়ারউইকশায়ারেও খেলানো উচিত। বাকি কোথায় খেলানো উচিত আমি জানি না। তবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলাতে হবে। আমি হলে প্রথম টেস্টে ওকে খেলাতাম না।'
লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাতেখড়ি হতে চলেছে শুভমন গিলের। ভারতের নতুন টেস্ট অধিনায়ক দাবি করেন, তাঁর ওপর প্রত্যাশার চাপ নেই। নেতা হিসেবে তাঁর থেকে সেরাটা চান গৌতম গম্ভীর এবং অজিত আগরকর। রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক হন গিল। টিম ইন্ডিয়ার হয়ে লাল বলের ক্রিকেটে ওপেনার এবং তিন নম্বরে খেলেছেন। এবার শুভমনের নেতৃত্বেই শুরু হবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল। তাঁর ডেপুটি ঋষভ পন্থ।
