আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার অনিশ্চিত। সিডনিতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেই সময়ে ব্যাট করছিলেন অ্যালেক্স ক্যারি। বোলার ছিলেন হর্ষিত রানা। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪-তম ওভারের ঘটনা। ক্যারির শটটা উঠে গিয়েছিল। বেশ কিছুটা ছুটে বলটি তালুবন্দি করেন শ্রেয়স। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়ে যান। শ্রেয়সের পাঁজরে চোট লাগে। যদিও ক্যাচটি মিস করেননি তিনি। এরপরই মাঠ থেকে বেরিয়ে যান শ্রেয়স। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল শ্রেয়স আইয়ারকে। তারকা ভারতীয় ব্যাটার সম্পর্কে জানা গেল তাঁর অক্সিজেন লেভেল নেমে গিয়েছিল পঞ্চাশে।
হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো অবস্থা নেই শ্রেয়স আইয়ারের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুস্থ হতে আরও কয়েকদিন সময় লাগবে শ্রেয়সের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে এক সূত্র জানিয়েছে, ''পুরোদস্তুর ম্যাচ ফিট হতে আরও কিছুটা সময় লাগবে। বোর্ড এবং নির্বাচক কমিটি এখনই তাড়াহুড়ো করতে রাজি নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অনিশ্চিত শ্রেয়স।''
সেই সূত্রই জানিয়েছে, আইয়ারের অক্সিজেন লেভেল পঞ্চাশে নেমে গিয়েছিল। প্রায় দশ মিনিট ভাল করে দাঁড়াতেই পারছিল না শ্রেয়স। ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল ওর।''
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুটো ম্যাচ থেকে শ্রেয়স ৭২ রান করেন। দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ বলে ৬১ রান করেছিলেন তিনি। সেই ম্যাচে রোহিত শর্মা ও শ্রেয়সের পার্টনারশিপ ভারতকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছিল। যদিও সেই ম্যাচে হার মেনেছিল ভারত।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শ্রেয়স। পাঁচটি ইনিংসে ২৪৩ রান করেছিলেন তিনি। সেই শ্রেয়স আইয়ার এখনও সুস্থ হতে পারেননি। আরও কয়েকদিন সময় লাগবে তাঁর।
