আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামের আগে নিজের দর বাড়িয়ে নিলেন শ্রেয়স আইয়ার। করলেন মেগা শতরান। সৈয়দ মুস্তাক আলি টি-২০ তে গোয়ার বিরুদ্ধে অপরাজিত শতরান করলেন শ্রেয়স। দাপুটে ইনিংসে মাত্র ৪৭ বলে একশো রানে পৌঁছে যান। শেষপর্যন্ত ৫৭ বলে ১৩০ রানে অপরাজিত। ১০টি বাউন্ডারি এবং ১০টি ছক্কা হাঁকান শ্রেয়স। তিন নম্বরে নেমে দুর্দান্ত ব্যাট করেন। ঘরোয়া ক্রিকেটে শেষ পাঁচ ম্যাচে দারুণ ফর্মে আছেন। রঞ্জি ট্রফির শেষ চার ইনিংসে একটি শতরান এবং একটি দ্বিশতরান রয়েছে। এবার আইপিএলের মেগা নিলামের আগের দিন মুস্তাক আলিতে অপরাজিত ১৩০ রান। বলা বাহুল্য, কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ী অধিনায়ককে নিয়ে নিলামে ঝড় উঠবে।
এবার শ্রেয়সকে রিটেন করেনি কেকেআর। তাই নিলামে নাম লেখান। মার্কি প্লেয়ারদের সেটে রয়েছেন তিনি। অর্থাৎ রবিবারই নির্ধারিত হয়ে যাবে তাঁর দল। শুরুর দিকেই নিলামে উঠবেন শ্রেয়স। তাঁর বেশ প্রাইজ ২ কোটি। বেশ কয়েকটা দল অধিনায়কের খোঁজে। তাঁরা শ্রেয়সকে পেতে ঝাঁপাতে পারে। তার আগে শতরান করে বার্তা দিয়ে রাখলেন তারকা ক্রিকেটার। বেশ কয়েকদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দিয়ে আবার দেশের জার্সিতে ফিরতে চান। তার আগে অবশ্য শ্রেয়স সহ সবার নজর থাকবে নিলামে।
