আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিদের সেলিব্রেশন দেখতে গিয়ে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ঘটে যায় বড় বিপত্তি। পদপিষ্ট হয়ে প্রাণ হারায় ১১জন ক্রিকেটভক্ত। এবার সেই নিয়ে দুঃখপ্রকাশ করলেন রাহুল দ্রাবিড়। একটি সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান কিংবদন্তি। দ্রাবিড় বলেন, 'খুবই হতাশজনক। দুঃখের ঘটনা। বেঙ্গালুরু খেলাধুলো ভালবাসে। আমি এখানকার বাসিন্দা। এখানকার মানুষ শুধুমাত্র ক্রিকেট নয়, সব খেলাধুলো ভালবাসে। ওরা সব খেলা দেখে। সমস্ত দলের খবরাখবর রাখে। সেটা ফুটবল হোক, বা কবাডি। এইধরনের ঘটনা হৃদয়বিদারক। যারা প্রাণ হারিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। এইধরনের ঘটনা ঘটা উচিত হয়নি।'
বর্তমানে আইপিএলের সঙ্গে যুক্ত দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের হেড কোচ তিনি। ঘটনার পর থেকে এই নিয়ে সর্বত্র আলোচনা চলছে। এই ঘটনা রাজনৈতিক মোড়ও নেয়। কিন্তু এই প্রসঙ্গে মুখ খুলতে চাননি দ্রাবিড়। রাজ্য সরকার, ফ্র্যাঞ্চাইজি এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওপর দায় চাপাতে চাননি। আরসিবি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেশ কয়েকজন অফিসিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এফআইআরও করা হয়।
