আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিকে পদক জয়ের সঙ্গে সঙ্গে পুরস্কার পেলেন স্বপ্নিল কুশালে। ব্রোঞ্জ জয়ের ৪৮ ঘণ্টার মধ্যে পদোন্নতি হল তাঁর। শুক্রবার মহারাষ্ট্রের কোলাপুরের শুটারকে ট্রাভেলিং টিকিট এক্সামিনারের থেকে অফিসার অন স্পেশাল ডিউটি করা হল। ২০১৫ সাল থেকে রেলের কর্মী স্বপ্নিল। গত ন'বছরে তাঁর পদোন্নতি হয়নি। এরমধ্যে বেশ কিছু টুর্নামেন্টে পদক জেতেন তিনি। তারমধ্যে রয়েছে শুটিং বিশ্বকাপও। অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পরই পদোন্নতির আশ্বাস দেয় রেল। তার ৪৮ ঘণ্টার মধ্যে কথা রাখলেন তাঁরা। শুক্রবার মধ্য রেলের জেনারেল ম্যানেজার অজয় রাজ সরকারি ভাবে স্বপ্নিলের পদোন্নতির ঘোষণা করেন। 

এর আগে একাধিকবার পদোন্নতির জন্য রেলের আধিকারিকদের অনুরোধ করেন অলিম্পিকের পদকজয়ী। কিন্তু উল্টো দিক থেকে ভাল ব্যবহার পাননি। তাতে হতাশ হয়ে পড়েছিলেন। আশা ছেড়ে দেন। নয় বছর রেলের কর্মচারী হওয়া সত্ত্বেও পদে কোনও উন্নতি হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতা সত্ত্বেও তাঁকে ধর্তব্যের মধ্যেই ধরা হত না। শেষপর্যন্ত অলিম্পিক পদক জয়ের পর বিতর্ক এড়াতে তড়িঘড়ি চাকরিতে দু'ধাপ এগিয়ে দেওয়া হল স্বপ্নিলকে। উল্লেখ্য, প্রথম ভারতীয় শুটার হিসেবে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে পদক পান মহারাষ্ট্রের শুটার।