আজকাল ওয়েবডেস্ক: তিনি গতিদানব। একশো মাইল বেগে যে বল করা যায়, তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। তিনি শোয়েব আখতার। ক্রিকেটমহল তাঁকে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস নামেই চেনে। এবার তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন টিভি সঞ্চালক ও ক্রীড়া সাংবাদিক হিসেবে পরিচিত নোমান নিয়াজ। 

কী হয়েছিল? ২৫ মে 'তামাশা' নামের একটি অনুষ্ঠানে ডক্টর নোমান নিয়াজ প্রসঙ্গে বলেন, ''এই যে ডক্টর নোমান নিয়াজ, সে তো আমাদের ব্যাগ টানত। আমরা তাঁকে ওই কাজের জন্যই রেখেছিলাম।'' 

বিষয়টাকে হালকাভাবে নেননি নিয়াজ। শোয়েবের কথায় তাঁর সম্মানহানি হয়েছে বলে জানান। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসকে আইনি নোটিশও পাঠান। 

১৪ দিনের মধ্যে প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চাইতে বলেছেন নিয়াজ। যদি তিনি না করেন, তাহলে ১০০ কোটির ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন। শোয়েব অবশ্য এসব নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে এই প্রথম যে শোয়েব ও নিয়াজের মধ্যে 

শোয়েব ও নিয়াজের মধ্যে অবশ্য এবারই যে প্রথম সমস্যা তৈরি হল তা নয়। এক লাইভ অনুষ্ঠানে দু'জনে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন।