আজকাল ওয়েবডেস্ক: মহারণের আগে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার ভারতীয় দলের প্রশংসা করছেন। পাকিস্তানের একটি টিভি শোয়ে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' জানান এই ভারতীয় দল বিশ্বের অন্যতম শক্তিদর টি-টোয়েন্টি দল।
শোয়েব বলেন, ''এটা একপ্রকার নিশ্চিত যে ওরা আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। হাতুড়ির ঘা যেমন পড়ে, তেমনই ওরা পাকিস্তানকে পেটানোর চেষ্টা করবে। এটা খব সহজ সরল একটা ব্যাপার বললাম। আরও যদি বাড়িয়ে বলি, তাহলে বলব ফাইনালে ওরা আফগানিস্তানকে খেলতে চায়, পাকিস্তানকে নয়।'' শোয়েব আখতার এই ধরনের বড় ম্যাচ বহু ম্যাচ খেলেছেন। তাঁর আগুনে গতির বোলিং সামলাতে রীতিমতো হিমসিম খাওয়ার অবস্থা হতো। সেই শোয়েব ভারতকে বহু এগিয়ে রাখছেন।
আরও পড়ুন: পাক ম্যাচের আগে ভারতীয় শিবিরে আতঙ্কের ছবি, অনুশীলনে চোট পেলেন তারকা ক্রিকেটার
এদিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক আবার অন্য সুরে কথা বলছেন। মিসবা মনে করেন রোহিত ও কোহলির অভাব অনুভূত হবে ভারতের সাজঘরে। মিসবা বলেন, ''শুরুতেই ভারত যদি দুটো উইকেট হারায়, তাহলে পাকিস্তানের সামনে ভাল সুযোগ রয়েছে। কারণ ভারতের এই দলে বিরাট কোহলি নেই। নতুনরা পাকিস্তানের এই বোলারদের খেলেইনি। পাকিস্তানি বোলাররা যদি ভারতের টপ অর্ডারে শুরুতেই ভাঙন ধরাতে পারে, তাহলে সুযোগ রয়েছে পাকিস্তানের।''
মিসবা যতই কোহলি-খোঁচা দিন না কেন, তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য শ্রীকান্ত স্পষ্ট জানিয়ে দেন, ভারতের সঙ্গে লড়াই করতে পারবে না পাকিস্তান। সলমন আঘাদের ধর্তব্যের মধ্যেই ধরছেন না। ওমানের বিরুদ্ধে ৯৩ রানের জয়কে পাত্তাই দিচ্ছেন না। ওমান দলকে 'আঙ্কেলে ভরা দল' এর অ্যাখ্যা দেন ভারতের প্রাক্তন তারকা। দাবি করেন, পাকিস্তানের আসল লড়াই টিম ইন্ডিয়ার তরুণদের বিরুদ্ধে। শেষ ২৮ ম্যাচের মধ্যে ২৫টিতে জিতেছে ভারত। তারমধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ব্যাটিং লাইন আপের ভূয়সী প্রশংসা করেন। তার সঙ্গে পাকিস্তানের কোনও তুলনাই হয় না।
পাকিস্তান কোচ মাইক হেসন আগের দিন দাবি করেন, মহম্মদ নওয়াজ বিশ্বের সেরা স্পিনার। টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশেও তিনি নেই। তবে সাম্প্রতিককালে বেশ বাল বল করছেন মহম্মদ নওয়াজ। হেসনের মনে হচ্ছে নওয়াজ এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। যদিও একটা সময় টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের আশপাশেও ছিলেন না নাওয়াজ। এশিয়া কাপে তিনিই এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ১১টি টি-টোয়েন্টিতে ২০ উইকেট নিয়েছেন নওয়াজ। হেসন বলেছেন, ''আমাদের পাঁচ স্পিনার রয়েছে। নওয়াজ এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। দলে প্রত্যাবর্তনের পর গত ছ' মাস ধরে একইরকম খেলছে।'' সব মিলিয়ে ভারত-পাক ম্যাচের উত্তাপ চড়তে শুরু করে দিয়েছে।
আরও পড়ুন: 'আমিরশাহি ম্যাচের মতো একপেশে হবে না লড়াই', ভারত-পাক ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী চ্যাম্পিয়ন বোলারের...
