আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে কাঁটাছেড়া চলছে। প্রথম দুই ম্যাচে হারের পর বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে খাতায় কলমে ক্ষীণ আশা ছিল। যা প্রায় অসম্ভব ছিল। বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালে একটা সম্ভাবনা থাকত বাবরদের। কিন্তু নিউজিল্যান্ড জিতে যাওয়ায় পাকিস্তান গ্রপ পর্ব থেকেই বিদায় নেয়। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনায় এসে মহম্মদ রিজওয়ানের মুণ্ডুপাত করেন শোয়েব আখতার। সরাসরি তাঁকে অস্বাভাবিক বলেন। পাশাপাশি বাবর আজমেরও সমালোচনা করেন। পিসিবির দল নির্বাচন পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন। শোয়েব বলেন, 'প্লেয়ারদের বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত এজেন্ডা নেই। আমাকে টাকা না দেওয়া হলে এখানে বসে পাকিস্তানের ক্রিকেট নিয়ে আলোচনা করতাম না। সত্যি বলতে, এই দলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি ২০১১ সাল থেকে এটা করছি, এবং সবকিছুই বলে দিয়েছি। অস্বাভাবিক একজনকে অধিনায়ক করলে, এমনই হবে। পাশাপাশি অদ্ভুত দল নির্বাচন। আমি এমন অধিনায়কের অধীনে খেলেছি যাদের ব্যক্তিত্ব দিনে তিনবার বদলায়।'

টিভি চ্যানেলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোয়েব মালিক এবং মহম্মদ হাফিজও। তাঁরাও পিসিবিকে আক্রমণ করে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যোগ দেওয়ার পরামর্শ দেন শোয়েব মালিক। তার উত্তরে শোয়েব আখতার বলেন, 'আমাকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব দাও, আমি মেরামত করে দেব। পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যতের জন্য আমি নিজের পরিবারের সঙ্গে সময় কম কাটাতেও রাজি আছি। জানি তিন বছর পর আমার ভাগ্যে কী লেখা থাকবে। তবুও আমি আত্মত্যাগ করতে তৈরি।' ভুল লোককে আদর্শ মানার জন্য বাবরের কটাক্ষ করেন প্রাক্তন তারকা। শোয়েব বলেন, 'আপনারাই বলুন, বিরাট কোহলির আদর্শ কে? শচীন তেন্ডুলকরের ১০০টা শতরান রয়েছে। বিরাট তাঁকে তাড়া করছে। বাবর আজমের আদর্শ কে? টুকটুক। ভুল আদর্শকে মেনে এগিয়েছে। চিন্তাধারাও ভুল। প্রথম থেকেই ভুলে ভরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা প্রমাণ করেছে।' বৃহস্পতিবার গুরুত্বহীন ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-বাংলাদেশ।