আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ২০২৫-এর আগে শিবম দুবে চমকে দিলেন। মাত্র ৩৭ বলে ৭১ রান করেন এই তারকা। সাতটা বিশাল ছক্কা ও দুটো বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। সার্ভিসেসের বিরুদ্ধে দুবের এই ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে মুম্বই ৪ উইকেটে ১৯২ রান করে।

টস জিতে সার্ভিসেস প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠায়। শুরুতে সার্ভিসেস পৃথ্বী শ-কে আউট করে সুবিধা পেয়েছিল। খাতা না খুলেই আউট হন পৃথ্বী শ। মুম্বই অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৪ বলে দ্রুতলয়ে ২০ রান করেন। কিন্তু ম্যাচের রং বদলে দেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে। ৩৬ রানে দু' উইকেটের পরে সূর্যকুমার ও শিবম দুবে মাত্র ৬৬ বলে ১৩০ রান জোড়েন।

মাত্র ৪৬ বলে ৭০ রান করেন 'স্কাই'। সাতটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল সূর্যের ইনিংস। শেষ ওভারে আউট হন তিনি।

অন্যদিকে ৩৭ বলে অপরাজিত ৭১ রান করেন শিবম। মুম্বইয়ের ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সার্ভিসেসের কাছে পাহাড়প্রমাণ ছিল। ১৯.৩ ওভারে ১৫৩ রানে থেমে যায় সার্ভিসেস। মুম্বই পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে। গ্রুপ ই-তে তৃতীয় স্থানে রয়েছে মুম্বই।

 

?ref_src=twsrc%5Etfw">December 3, 2024

ঘরোয়া ক্রিকেটে দুবে মুম্বইয়ের গুরুত্বপূর্ণ সদস্য। আইপিএলে দুবের জার্সির রং বদলাবে। চেন্নাই সুপার কিংস দুবেকে ১২ কোটির বিনিময়ে রিটেন করেছে। ২০২২ সালে ৪ কোটির বিনিময়ে দুবেকে কিনেছিল সিএসকে। ক্রমে দলে নিজের জায়গা পাকা  করেন শিবম দুবে।

আইপিএল ২০২৫ শুরু হবে ১৪ মার্চ। চলবে ২৫ মে পর্যন্ত। ষষ্ঠবার খেতাব জয়ের লক্ষ্যে নামবে সিএসকে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে চেন্নাই প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে এই নজির গড়বে।