আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরের ঠিক আগে রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাঁর পাঁচ দিন পরই বিরাট কোহলিও জানিয়ে দিলেন লাল বলের ফরম্যাটে তিনি আর খেলবেন না।
দুই মহাতারকা নেই গৌতম গম্ভীরের এই ভারতীয় দলে। এই পরিস্থিতিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর অবসর ভেঙে কোহলিকে ফেরার জন্য বার্তা দিলেন। সোশ্যাল মিডিয়ায় থারুর লেখেন, ''এই সিরিজ চলাকালীন একাধিকবার বিরাট কোহলির অভাব অনুভব করেছি আমি। তবে এই টেস্ট ম্যাচে সব চেয়ে বেশি ওর অভাব অনুভূত হয়েছে। কোহলির চারিত্রিক দৃঢ়তা, তীব্রতা, মাঠের মধ্যে প্রেরণাদায়ক উপস্থিতি, তাঁর দুরন্ত ব্যাটিং দক্ষতা অন্য ফলাফল দিতে পারত। অবসর ভেঙে ফিরে আসার ক্ষেত্রে কি দেরি হয়ে গেল? বিরাট দেশ তোমাকে চায়।''
শশী থারুরের এই টুইট নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা। তবে দুই মহারথী না থাকলেও এই অনভিজ্ঞ ভারতীয় দল কিন্তু প্রশংসা কুড়িয়ে নিয়েছে।
আরও পড়ুন: বিরাট-রোহিত খেললে সিরিজের পরিণতি অন্য হতে পারত, দাবি ইংল্যান্ডের প্রাক্তন তারকার...
ইংল্যান্ড-ভূমে ভারত যে তীব্রতা নিয়ে ক্রিকেট খেলেছে, তা প্রশংসিত হয়েছে। এর নেপথ্যে রয়েছেন একজন। তিনি মহম্মদ সিরাজ। একথা বলেছেন স্বয়ং নাসের হুসেন।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেইলি মেল-এ নিজের কলামে লিখেছেন, ''ক্রিস ওকস চোট পেয়ে গেল। একমাত্র ফাস্ট বোলার হিসেবে সিরাজ কিন্তু খেলে যাচ্ছে নাগাড়ে। স্পেলের পর স্পেল করে চলেছে।''
সিরাজ দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছেন। ঝাঁজালো ব্যাপারটা আনছেন ক্রিকেটে। নাসের হুসেন বলছেন, ''সিরাজের মতো একজন ক্রিকেটারকে পছন্দ করবে সব অধিনায়কই। দলকে এক অন্য উচ্চতায় নিয়ে যায় ও। চাঙ্গা করে দেয় সবাইকে। আমি যখন ইংল্যান্ডের অধিনায়ক ছিলাম তখন ড্যারেন গঘ এরকম ধরনের ক্রিকেটার ছিল। সিরজাও তেমনই এক ক্রিকেটার ভারতের।''
I’ve been missing @imVkohli a few times during this series, but never as much as in this Test match. His grit and intensity, his inspirational presence in the field, not to mention his abundant batting skills, might have led to a different outcome. Is it too late to call him out…
— Shashi Tharoor (@ShashiTharoor)Tweet by @ShashiTharoor
গোটা সিরিজে ভারতীয় দল লড়াই চালিয়ে গিয়েছে। অপেক্ষাকৃত নতুন একটা দল নিয়ে এবার ইংল্যান্ডে এসেছিলেন শুভমান গিল। অধিনায়ক হিসেবেও তিনি নতুন। সেই দল কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডকে রীতিমতো বেগ দিয়েছে। নাসের হুসেন বলছেন, ''গোটা সিরিজে ভারত দল হিসেবে যে চরিত্র দেখিয়েছে এবং যে লড়াই তুলে ধরেছে তাতে আমি মুগ্ধ।''
এ তো গেল নাসের হুসেনের কথা। কিন্তু শশী থারুর মনে করেন এই দলটাতেই দরকার ছিল বিরাট কোহলির। তাঁর উপস্থিতি দলটাকে তাতিয়ে দিত বহুগুণে। শশী থারুরের সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। তাঁর টুইট ভাইরাল হয়ে গিয়েছে। শশী থারুরের টুইট কি দেখলেন কোহলি? অবসর ভেঙে কি টেস্ট ক্রিকেটে ফিরবেন বিরাট?
আরও পড়ুন: ওভালে জনগণমন, সিরাজের কামালে নাটকীয় টেস্টে ইংরেজ বধ ভারতের
