আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া প্রথম টেস্ট সিরিজ। সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। দুই মহারথীকে ছাড়া ভারতের তরুণ ব্রিগেড কেমন খেলবে সেই নিয়ে সন্ধিহান ছিল ক্রিকেট পণ্ডিতরা। তবে ব্যাটাররা ভাল খেলেছে। কেএল রাহুল, যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, ঋষভ পন্থরা রান পেয়েছে। তবে টেস্ট সিরিজের শেষদিন অদ্ভুত দাবি করে বসলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড। তিনি মনে করেন, বিরাট এবং রোহিত থাকলে রেজাল্ট অন্যরকম হতে পারত।
রুদ্ধশ্বাস টেস্টের পঞ্চম দিন যেকোনো দলের জেতার সম্ভাবনা ছিল। সমতা ফেরাতে ভারতের দরকার ছিল এক উইকেট। ইংল্যান্ডের ১৮ রান। লয়েড দাবি করেন, গুরুত্বপূর্ণ মুহূর্তের ফায়দা তুলতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের প্রাক্তনী মনে করেন, বিরাট এবং রোহিতের অভিজ্ঞতা মিস করছে ভারত। লয়েড বলেন, 'ভারত গোটা সিরিজে খুবই ভাল খেলেছে। তবে আসল মুহূর্তগুলো জিততে পারেনি। রোহিত শর্মা বা বিরাট কোহলি খেললে, হয়তো পরিণতি আলাদা হত। অনেক প্লেয়ার পরিস্থিতির ফায়দা তুলতে পারে না। সবাই প্রোঅ্যাকটিভ হতে পারে না। এই বিষয়ে বেন স্টোকস দারুণ।'
লয়েড মনে করেন, যেভাবে সিরিজে খেলেছে ভারত কোনওভাবেই ৩-১ এ হারা উচিত নয়। তিনি মনে করছিলেন, চতুর্থ দিন বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় সুবিধা হয়েছে ইংল্যান্ডের। কিন্তু শেষপর্যন্ত সেটা হয়নি। লয়েড বলেন, 'ইংল্যান্ডের জন্য ব্রেকটা সঠিক সময় এসেছে। কারণ ভারত চেপে ধরেছিল। হঠাৎ স্কোরবোর্ড থমকে যায়। বল সুইং করছিল।' পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ভারতের প্রয়োজন ছিল চার উইকেট। কিন্তু কোনও গেমপ্ল্যান নিয়ে নামেনি ইংল্যান্ড। উইকেট বাঁচিয়ে না খেলে, হাত খুলে দ্রুত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে ইংল্যান্ড। তাতেই বিপত্তি। শুরুতেই জোড়া উইকেট হারায় ইংল্যান্ড। জেমি স্মিথ এবং জেমি ওভার্টনকে ফেরান মহম্মদ সিরাজ। জস টংকে বোল্ড করেন প্রসিদ্ধ। আপ্রাণ চেষ্টা করেন অ্যাটকিনসন। হাত স্লিংয়ে ঝুলিয়ে নামেন ক্রিস ওকস। কিন্তু শেষরক্ষা হয়নি।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অস্থায়ী অধিনায়ক অলি পোপ। প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। সর্বোচ্চ রান করুণ নায়ারের। ৫৭ রান করেন। যদিও ভারতীয় দলকে অল্প রানে গুটিয়ে ফেলার ফায়দা তুলতে পারেনি ইংল্যান্ড। ২৪৭ রানে শেষ হয় তাঁদের ইনিংস। জ্যাক ক্রলি এবং হ্যারি ব্রুক ছাড়া বিশেষ সুবিধা করতে পারেনি কেউই। দু'জনেই অর্ধশতরান করে। দ্বিতীয় ইনিংসে যশস্বীর হাত ধরে বড় টার্গেট সেট করে ভারতীয় দল। ১৬৪ বলে ১১৮ করেন তরুণ ওপেনার। তাঁকে যোগ্য সঙ্গত দেন আকাশ দীপ। বাংলার ক্রিকেটার করেন ৬৬। শেষদিকে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটনের সুন্দরের অর্ধশতরান ভারতকে ৪০০ রানের কাছাকাছি পৌঁছে দেয়। জো রুট এবং হ্যারি ব্রুকের শতরানে ম্যাচে ফেরে ইংল্যান্ড। পঞ্চম দিন জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু মহম্মদ সিরাজের সামনে দাড়াতে পারেনি ইংল্যান্ডের টেল। চার উইকেটের মধ্যে তিন উইকেট নেন হায়দরাবাদের পেসার।
