আজকাল ওয়েবডেস্ক: তাঁরা একই গুরুর শিষ্য। দীনেশ লাডের দুই ছাত্র। রোহিত শর্মা এবং শার্দূল ঠাকুর।
রোহিত শর্মা দেশের অধিনায়ক। শার্দূল অনেকটাই পিছিয়ে পড়েছেন। জাতীয় দলে এখন আর তিনি ডাক পান না।
সেই শার্দূল ঠাকুর রঞ্জিতে হ্যাটট্রিক করলেন। মুম্বই-মেঘালয় রঞ্জি ম্যাচে শার্দূলের দুর্দান্ত বোলিংয়ে মেঘালয় ৮৬ রানে শেষ হয়ে যায়। শার্দূল ঠাকুর ১১ ওভার হাত ঘুরিয়ে ৪৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। মোহিত আভস্তি নেন তিনটি উইকেট।
মুম্বইয়ের হয়ে বোলিং ওপেন করেন শার্দূল ঠাকুর। মেঘালয়ের অনিরুদ্ধ বি, সুমিত কুমার, জাসকিরত ও নিশান্ত চক্রবর্তীর উইকেট নেন শার্দূল।
চলতি রঞ্জি মরশুমে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন শার্দূল। পন্ডিচেরির বিরুদ্ধে হিমাচল প্রদেশের ঋষি ধাওয়ান চলতি মরশুমের রঞ্জিতে প্রথম হ্যাটট্রিকটি সারেন। মুম্বইয়ের পঞ্চম বোলার হিসেবে রঞ্জি ট্রফিতে হ্যাটট্রিক করলেন শার্দূল।
চলতি মরশুমে শার্দূল ঠাকুর ২০টি উইকেট এবং ২৯৭ রান সংগ্রহ করেছেন। দুটো পঞ্চাশ ও একটি সেঞ্চুরিও করেন তিনি।
একসময়ে মেঘালয়ের রান ছিল ২/৬। সেখান থেকে ১২ ওভারে ২৯/৬ হয়ে যায় শার্দূলের চার উইকেটের সৌজন্যে।
মেঘালয় ৮৬ রানে শেষ হওয়ার পরে ব্যাট করতে নেমে মুম্বই দিনের শেষে করেছে ২ উইকেটে ২১৩।
