আজকাল ওয়েবডেস্ক: আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ওডিআই ও টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ না পেয়ে অভিজ্ঞ পেসার মহম্মদ শামি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন। ফিটনেস নিয়ে জল্পনা উড়িয়ে দিয়ে শামি জানিয়েছেন তিনি পুরোপুরি ম্যাচ-ফিট, তবে যোগাযোগের ঘাটতি হয়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের পক্ষ থেকেই, তাঁর নয়।
শামি বলেন, ‘ভারতীয় টিম ম্যানেজমেন্ট আমার সঙ্গে ফিটনেস নিয়ে কোনও যোগাযোগ করেনি। আমি তো ওদের জানাব না—ওদেরই জিজ্ঞাসা করা উচিত। আমি যখন চার দিনের রঞ্জি ম্যাচ খেলতে পারছি, তখন ৫০ ওভারের ক্রিকেট খেলতে পারব না কেন? যদি ফিট না থাকতাম, তাহলে এনসিএ-তে থাকতাম, মাঠে নয়।’
ভারতের হয়ে সাদা বলের সিরিজে উপেক্ষিত হলেও, শামি রঞ্জি ট্রফি ২০২৫-২৬ মরশুমে বাংলার স্কোয়াডে আছেন। বুধবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) নিশ্চিত করেছে যে, অভিমন্যু ঈশ্বরণ নেতৃত্ব দেবেন বাংলাকে। মরশুম শুরু হবে ১৫ অক্টোবর থেকে।
উল্লেখ্য, এর আগে প্রধান নির্বাচক অজিত আগরকর সম্প্রতি জানিয়েছিলেন যে শামি সম্পর্কে ‘কোনও নতুন আপডেট’ নেই। আগরকর বলেন, ‘শামি গত দুই-তিন বছরে খুব বেশি ক্রিকেট খেলেননি। দুলীপ ট্রফিতে ও রঞ্জিতে একটি করে ম্যাচ খেলেছেন। ওর সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, কিন্তু খেলতে হবে।’
উল্লেখযোগ্যভাবে, শামি সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন, তবে মাঝের দুটি ম্যাচে ছিলেন উইকেটহীন।
পরের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন উইকেট এবং ফাইনালে একটি উইকেট নিয়ে আবার ফর্মে ফেরেন। যদিও শামির জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ। তবে বাংলার পেসারের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট।
তিনি এখনই শেষ হয়ে যাননি। আসন্ন ঘরোয়া মরশুমে তাঁর ফর্ম ও ফিটনেসই নির্ধারণ করবে, ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২৬ সালের শুরুর গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে নির্বাচকরা কত তাড়াতাড়ি আবার তাঁর দরজায় কড়া নাড়বেন।
