আজকাল ওয়েবডেস্ক: অবসরের আগে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। শাকিব আল হাসানের সেই স্বপ্ন সত্যি হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে, ঢাকার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলে অবসর নিতে পারবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সোমবার বাংলাদেশ বোর্ডের সভা ছিল। বৈঠকের শেষে শাকিবের ঘরের মাঠে শেষ টেস্ট খেলার বিষয়ে সবুজ সংকেত দেন সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, 'শাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলাদেশে খেলে অবসর নেওয়ার একটা সম্ভাবনা আছে।' এর আগে ফারুক আহমেদ জানিয়েছিলেন, নিরাপত্তার বিষয়টা তাঁদের হাতে নেই। সরাসরি জানিয়ে দেন, শাকিবকে আলাদা করে নিরাপত্তা দিতে পারবে না বোর্ড। বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের যা নিরাপত্তা দেওয়া হয়, তাই দেওয়া হবে। একইসঙ্গে জানান, নিরাপত্তার বিষয়টা পুরোপুরি বাংলাদেশ সরকারের ওপর। এর পরই ঘরের মাঠে জীবনের শেষ টেস্ট খেলার আশা ছেড়ে দেন শাকিব। ধরেই নিয়েছিলেন কানপুরে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট খেলে ফেলেছেন। কিন্তু হঠাৎই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানে কিছুটা পরিবর্তন ঘটেছে। সুর নরম হয়েছে বোর্ড সভাপতির।
সোমবার বোর্ডের বৈঠকের পর সভাপতি ফারুক আহমেদ জানান, 'আমি একজন ছোটখাট মানুষ। শুধুই বোর্ড সভাপতি। আমার হাতে কতই বা ক্ষমতা আছে। শাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে।' তাঁর এই মন্তব্য থেকেই আশার আলো দেখতে পারেন শাকিব। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে শাকিব খেলবে কিনা সেটা দু'তিন দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ও জানিয়ে দেবে। তবে ওকে আর রাজনীতিবিদ হিসেবে দেখা উচিত নয়। নির্বাচন জিতলেও ছয় মাসের বেশি পদে থাকতে পারেনি। তার জন্য ওকে কেন শাস্তি পেতে হবে!' ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। শাকিবের স্বপ্ন বাস্তবে পরিণত হয় কিনা সেটাই দেখার।
