আজকাল ওয়েবডেস্ক: শাকিব আল হাসান ও লিটন দাসকে ছাড়াই আফগানিস্তানের বিরুদ্ধে দল ঘোষণা করল বাংলাদেশ। নাজমুল হাসান শান্তই দলকে নেতৃত্ব দেবেন। চলতি মাসের ৬ তারিখ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। শাকিব আল হাসানকে নিয়ে  জল্পনা চলছিল। তাঁর পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে আগামী সিরিজে দলে সুযোগ নাও পেতে পারেন, এমন মন্তব্য করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শেষ পর্যন্ত যে দল ঘোষণা করল বাংলাদেশ, তাতে জায়গা হল না শাকিবের। 

শাকিবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রত্যাবর্তন ঘটছে সৌম্য সরকারের। দলে জায়গা হয়নি লিটন দাসের। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। বাংলাদেশের ক্রিকেট মহলে গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাঁর হাতেই থাকবে নেতৃত্বের আর্মব্যান্ড। 

৬ নভেম্বর থেকে শারজায় আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের বল গড়াবে। ওই ভেন্যুতেই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে ব্যাট-প্যাড তুলে রাখতেন তিনি। কিন্তু নিরাপত্তা জনিত কারণে দেশে ফেরেননি শাকিব। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধেও খেলা হয়নি বাংলাদেশের তারকা অলরাউন্ডারের। 

 এদিকে খেলার মাঠে বাংলাদেশের বিপর্যয় চলছে। ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পরে ঘরের মাঠে দুটি টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হার মেনেছে বাংলাদেশ। 

ঘোষিত বাংলাদেশ দল- সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াধ, তৌহিদ হৃদয়, জাকের আলি অনীক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।