আজকাল ওয়েবডেস্ক: ২৪ ক্যারাট সোনায় মোড়া আই ফোন। উপহার পেলেন শাহিন শাহ আফ্রিদি।
এটা ঘটনা আইপিএলের পাশাপাশি চলছে পিএসএল। পাকিস্তান পেসার শাহিন আফ্রিদি যেমন লাহোর কালান্দার্সের অধিনায়ক।
জানা গেছে দলের তরফে অধিনায়ককে ২৪ ক্যারাট সোনার মোড়ানো আই ফোন ১৬ উপহার দেওয়া হয়েছে। উপহার পেয়ে আফ্রিদি ভীষণ খুশি। বলেছেন, ‘দুর্দান্ত।’ তবে তাঁর সতীর্থ হ্যারিস রউফ বলেছেন, ‘এটা ঠিক হল না।’
এটা ঘটনা এবার আইপিএল ও পিএসএল একসঙ্গে চলছে। অন্যান্যবার ফেব্রুয়ারি–মার্চে হয়ে যায় পিএসএল। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ও পাকিস্তানের আন্তর্জাতিক টুর্নামেন্টের পিএসএল শুরু করতে দেরি হয়েছে।
আইপিলের মাঝেই শুরু হয়ে গিয়েছে এই টুর্নামেন্ট। কিন্তু এই আইপিএল যে পিএসএলের থেকে কয়েক যোজন এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না।
তবে সাম্প্রতিক অতীতে পাকিস্তানের পারফরম্যান্স ভাল নয়। ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বেই বিদায়। একটিও ম্যাচ জিততে না পারা। মাঠ ও বাইরে তুমুল সমালোচনা। পিসিবি চেয়ারম্যানের পদত্যাগ দাবি। সব চলছে পাক ক্রিকেটে।
