আজকাল ওয়েবডেস্ক: বড় ধাক্কা খেল বিসিসিআই। বোম্বে হাইকোর্টে। আইপিএলে অবলুপ্ত হয়ে যাওয়া দল কোচি টাস্কার্সকে দিতে হবে ৫৩৮ কোটি টাকা। বোম্বে হাইকোর্টের বিচারপতি আরআই ছাগলা পুরনো সালিশি রায়ের বিরুদ্ধে বোর্ডের চ্যালেঞ্জ খারিজ করে দেন।
২০১১ সালে কোচি টাস্কার্স কেরালার সঙ্গে চুক্তি ভেঙেছিল বোর্ড। প্রথমে যাদের মালিকানা ছিল রন্দেভ্যু স্পোর্টস (আরএসডব্লু) ও পরে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডের (কেসিপিএল) হাতে। বোর্ডের তরফে বলা হয়েছিল আইপিএলে খেলার জন্য ওই বছরের মার্চের মধ্যে যে ব্যাঙ্ক নিরাপত্তা দিতে হয়, তা কোচির মালিকরা দিতে পারেননি। যদিও ফ্র্যাঞ্চাইজির তরফে বলা হয়েছিল স্টেডিয়াম সংক্রান্ত সমস্যা, শেয়ার বিষয়ক অনুমতি ও আইপিএলের ম্যাচ কমায় তারা সময়মতো ব্যাঙ্ক নিরাপত্তার টাকা জমা দিতে পারেনি।
বিসিসিআই তারপরও কোচি টাস্কার্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল। কিন্তু আচমকাই চুক্তিভঙ্গ করে এবং আরএসডব্লুর দেওয়া আগের টাকা তুলে নেয়। বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেসিপিএল ও আরএসডব্লু, দু’জনেই বিশেষ সালিসিতে আবেদন জানায়। তাতে ২০১৫ সালে তারাই জয় পায়। এবং সেই সালিশিতে রায় আসে যে, আরএসডব্লুকে ১৫৩ কোটি ও কেসিপিএলকে ৩৮৪ কোটি টাকা সুদসমেত দিতেই হবে। যা সব মিলিয়ে ৫৩৮ কোটি টাকারও বেশি। এই রায় ভারতীয় ক্রিকেট বোর্ড মানতে পারেনি।
বিসিসিআই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জানায় এটা ব্যাঙ্ক নিরাপত্তা চুক্তির খেলাপ। তাদের আরও বক্তব্য ছিল, এই ক্ষতিপূরণ আসলে চুক্তির অঙ্কের থেকেও বেশি। তাছাড়া আরএসডব্লু যে সালিশির কথা বলছে, তা ভারতীয় অংশীদারিত্ব আইনে অবৈধ। কিন্তু বোম্বে হাইকোর্ট এখন রায়ে জানিয়েছে, এই সমস্যার মূল বিষয়গুলি অনুসন্ধানের জন্য বিসিসিআইয়ের যে চেষ্টা, তা ইতিমধ্যেই আইনের ধারা ৩৪–র মধ্যে রয়েছে। বিসিসিআইয়ের আপত্তির যে প্রমাণ দেওয়া হয়েছে, এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাই পুরনো রায়ই বহাল রাখা হল।
