আজকাল ওয়েবডেস্ক:‌ গ্রুপের শেষ ম্যাচে খেলতে পারবেন না সন্দেশ ঝিঙ্ঘান। ইরান ম্যাচে চোয়ালে চোট পেয়েছেন তিনি। 


কাফা নেশনস কাপে আয়োজক তাজিকিস্তানকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচ গোল পেয়েছিলেন ঝিঙ্ঘান। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ইরানের কাছে ০–৩ হার। এবার নকআউট পর্বে যেতে হলে বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে। কিন্তু ‘‌ডু অর ডাই’‌ ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ খালিদ জামিল। কাফা নেশনস কাপ থেকে ছিটকে গেলেন ভারত অধিনায়ক সন্দেশ জিঙ্ঘান। তিনি দেশে ফিরে আসছেন।

 

আরও পড়ুন:‌ চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় মুখ খুললেন বিরাট, কী বললেন শুনলে চোখে জল আসবে 


সোমবার ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোয়ালে চোট পান সন্দেশ। চোট নিয়েই পুরো ম্যাচ খেলেন তিনি। ভারতীয় শিবির সূত্রে খবর, ম্যাচের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যানের পর দেখা গিয়েছে সন্দেশের চোয়াল ভেঙে গিয়েছে। তাঁর ছিটকে যাওয়া ভারতের কাছে বিরাট ধাক্কা। ভারত প্রতিযোগিতার পরবর্তী ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচ বৃহস্পতিবার। জিততে পারলে পরের পর্বে ওঠার একটা সুযোগ রয়েছে। কিন্তু সেই ম্যাচে সন্দেশকে পাবেন না খালিদ।


কাফা নেশনস কাপের দুটো ম্যাচেই অসাধারণ পারফর্ম করেছেন সন্দেশ ঝিঙ্ঘান। তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গোল করেছেন। রক্ষণকে নেতৃত্ব দিয়েছেন। ইরানের বিরুদ্ধে ম্যাচ হারলেও দীর্ঘসময় পর্যন্ত রক্ষণ আগলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি ডিফেন্সে থাকলে হয়ত খালিদ আরেকটু আক্রমণাত্মক খেলার ঝুঁকি নিতে পারতেন। ফলে সন্দেশের না থাকাটা ভারতীয় কোচ খালিদ জামিলকে সমস্যায় ফেলল। সেক্ষেত্রে আনোয়ারের সঙ্গে রক্ষণে দেখা যেতে পারে রাহুল ভেকেকে। বিকল্প হিসেবে থাকবেন চিংলেনসানা সিং। 

 

আরও পড়ুন:‌ সেমিফাইনালই ‘‌ফাইনাল’‌, শুক্রবার ফ্ল্যাশিং মিডোয় জোকারের সামনে আলকারাজ ...


সূত্রের খবর, সন্দেশের সুস্থ হয়ে উঠতে প্রায় ৬ মাস লাগতে পারে। এমনকী পুরো সুস্থ হতে এক বছরও লাগতে পারে বলে রিপোর্টে বলা হচ্ছে। এদিকে, সূত্রের খবর, যেহেতু এই টুর্নামেন্ট ফিফা উইন্ডোতে হচ্ছে না। তাই ভারতীয় ফুটবল ফেডারেশন সন্দেশের চিকিৎসার খরচ বহন করবে না। আবার সন্দেশের আইএসএল ক্লাব এফসি গোয়াও খরচ দেবে না। কারণ সন্দেশ দেশের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন। সূত্রের খবর, চিকিৎসার পুরো খরচই হয়ত সন্দেশকেই বহন করতে হবে। ফলে আবার ক্লাব বনাম দেশ ‘‌ঝগড়া’‌ প্রকাশ্যে চলে এল। 

প্রসঙ্গত, এই টুর্নামেন্টে তাজিকিস্তানকে হারিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করেছিল খালিদ জামিলের ভারত। নেশনস কাপে সোমবার প্রবল প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে থেমে যায় ভারতের দৌড়। প্রথমার্ধে দাঁত চেপে লড়াই চালিয়েছিলেন খালিদের ছেলেরা। কিন্তু দ্বিতীয়ার্ধে হিসেবে গরমিল হয়ে যায়। 

 

আরও পড়ুন:‌ ১৫০০ কোটি টাকা!‌ কোন ফুটবলারকে কিনতে এই ট্রান্সফার ফি দিল লিভারপুল জানলে চমকে যাবেন 


এটা ঘটনা, ফিফার ক্রমতালিকায় ইরান ২০ নম্বরে। ভারত ১৩৩ নম্বরে। তাই ফল যা হওয়ার তাই হয়েছে। যদিও ভারত যথেষ্ট লড়েছিল ইরানের বিরুদ্ধে। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচ আফগানদের বিরুদ্ধে। যারা ভারতের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে।