আজকাল ওয়েবডেস্ক: স্পষ্ট ছিল দেওয়াললিখন। তাই হল শেষমেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে একপ্রকার গলাধাক্কা দিয়েই সরিয়ে দেওয়া হল বাংলাদেশকে।
সূত্রের খবর, বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।
শুক্রবার দুবাইয়ে আলোচনায় বসেছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বাংলাদেশের ভাগ্য নিয়ে বৈঠক ছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। সূত্রের খবর সেখানেই নাকি স্থির হয়ে গিয়েছে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।
এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড প্রাথমিক পর্বের গ্রুপ ‘সি’-তে জায়গা পেয়েছে। গ্রুপ পর্বে স্কটিশরা কলকাতায় খেলবে ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি) এবং ইংল্যান্ডের বিরুদ্ধে (১৪ ফেব্রুয়ারি)। ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।
এদিকে গত বৃহস্পতিবার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান, ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব নয় বাংলাদেশের পক্ষে। আইসিসি তাদের প্রতি সুবিচার করেনি বলেও অভিযোগ করেন আসিফ নজরুল।
বুধবার আইসিসি বোর্ডের সভায় বাংলাদেশের ভেন্যু বদল করার অনুরোধ পত্রপাঠ উড়িয়ে দেওয়া হয়েছিল। আইসিসি বোর্ডের সভায় ভোটাভুটিতে হারও মেনেছিল বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর জন্য বলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেই মতো এদিন সময় শেষের আগে জানিয়ে দেওয়া হল ভারতে হতে চলা বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ।
৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াবে। তার আগে বাংলাদেশের ভেন্যু নিয়ে চলছিল টালবাহানা। নিরাপত্তার আশঙ্কায় ভারতে না খেলার ব্যাপারে অনড় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও ছাড় দেয়নি বাংলাদেশকে। আইসিসিও বাংলাদেশের ভেন্যু ভারত থেকে সরাতে নারাজ ছিল।
বুধবার আইসিসি একপ্রকার আলটিমেটাম দিয়ে রেখেছিল বাংলাদেশকে। বাংলাদেশ যদি ভারতের মাটিতে এসে না খেলে তাহলে তাদের পরিবর্তে বিশ্বকাপে ঢুকে যাবে স্কটল্যান্ড। বিশ্বকাপে মাঠে নামার আগেই স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের! বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড এবারের বিশ্বকাপ খেলবে তাও স্থির হয়ে গেল।
