আজকাল ওয়েবডেস্ক: সন্তোষ ট্রফি শুরু হতে এখনও দেরি আছে। কিন্তু কোচের নাম ঘোষণা হয়ে গেল। সোমবার আইএফএর একটি অনুষ্ঠানে এসে সঞ্জয় সেনকে পরের সন্তোষ ট্রফির কোচ ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত সহ সংস্থার অন্যান্য কর্তাদের উপস্থিতিতেই এই ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী। ছিলেন খোদ সঞ্জয় সেন। প্রথমে সর্বসমক্ষে বাংলার সন্তোষ জয়ী কোচকে আগামী সন্তোষে কোচ করার প্রস্তাব দেন। তার কয়েক মুহূর্তের মধ্যেই নিজেই সঞ্জয় সেনের নাম ঘোষণা করেন। কিন্তু আইএফএর নিয়ম অনুযায়ী, এই ঘোষণা শুধুমাত্র কোচেজ কমিটি করতে পারে। সেই কারণে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের এই প্রস্তাব কোচেজ কমিটি থেকে পাস করিয়ে আনা হবে। আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি বলেন, 'ক্রীড়ামন্ত্রী আচমকাই ঘোষণা করেছেন। আমরা তাঁর প্রস্তাব কোচেজ কমিটির কাছে রাখব। নিয়ম অনুযায়ী সেখান থেকে পাস করিয়ে আনা হবে।' 

সঞ্জয় সেনের নাম ঘোষণা হয়ে গেলেও, সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচের পদে যে তাঁকেই দেখা যাবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ঘটনায় অবাক তিনি। আগাম কোনও কথাবার্তা বা প্রস্তুতি ছিল না। মন্ত্রীর এই প্রস্তাবে খুশি হলেও, জানিয়ে দিলেন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এখনই হলফ করে কিছু বলা যাচ্ছে না। সঞ্জয় সেন বলেন, 'ক্রীড়ামন্ত্রী খেলা নিয়ে আগ্রহী। বাংলায় খেলাধুলোর সামগ্রিক উন্নয়নের চেষ্টা করছেন। আবেগ এবং ভালোবাসা থেকে উনি ঘোষণা করেছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনও উত্তর নেই। আমারও একটু ভাবনা-চিন্তা করার বিষয়‌ আছে। ২৭ বছর কোচিং করানোর পর এবার প্রথমবার বাংলার সিনিয়র দলের দায়িত্ব নিয়েছিলাম। বাংলার কোচিং করা সবসময় গর্বের। সেই সময় ফাঁকা থাকলে অবশ্যই করব। এটা আমার কাছে পুরোপুরি চমক। আমাকে আইএফএ যখন বলবে, ওদের বলব, তোমাদের কমিটি আছে। আলোচনা করে জানাও। সময় আছে।' কোচের দায়িত্ব গ্রহণ করলে কয়েকজনকে বাদ দিয়ে আগের বছরের সেট দলকেই পাবেন সঞ্জয় সেন।