আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক তিনি। এবারের আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না। মাত্র একটা শতরান। দলও প্লে অফে যেতে পারেনি। সেই পন্থই ইংল্যান্ডে টেস্ট সিরিজে জ্বলে উঠেছেন। লিডস টেস্টে দুই ইনিংসেই শতরান করে একাধিক নজির গড়েছেন। শতরান করেছেন লোকেশ রাহুলও।
আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক পন্থ। দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডলে গোয়েঙ্কা চারটি বাক্যে পন্থের প্রশংসা করেছেন। ঘটনা হল, হেডিংলেতে দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন লোকেশ রাহুলও। গোয়েঙ্কা তাঁর জন্য খরচ করেছেন মাত্র সাত শব্দের একটি বাক্য!
গত বছর রাহুলই ছিলেন লখনউয়ের অধিনায়ক। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর মাঠেই রাহুলকে কার্যত ধমকেছিলেন মালিক গোয়েঙ্কা। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। সমালোচিত হয়েছিলেন লখনউ মালিক। প্রত্যাশামতোই এই বছর রাহুলের জায়গায় পন্থকে অধিনায়ক করে লখনউ। রাহুলকে দলেও রাখা হয়নি।
সোমবার হেডিংলেতে দু’জনের শতরানের পর প্রথমে পন্থের জন্য গোয়েঙ্কা চারটি বাক্য লেখেন, ‘টু গুড! ঋষভ পন্থের জোড়া শতরান। আক্রমণাত্মক, সাহসী, অনবদ্য। টেস্টের ইতিহাসে মাত্র দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দুই ইনিংসেই শতরান।’ এর পর রাহুলের জন্য তাঁর এক বাক্যের প্রশংসা, ‘লোকেশ রাহুলকেও শতরানের জন্য অভিনন্দন।’
