আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়কত্ব করবেন শুভমন গিল। যার ফলে ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, রোহিতকে নেতৃত্ব থেকে সরানো‌ হতে পারে। শেষপর্যন্ত তিন ম্যাচের একদিনের সিরিজের আগে শুভমনকে অধিনায়ক ঘোষণা করা হয়। একটি রিপোর্ট অনুযায়ী, দলের সংস্কৃতি নষ্ট করতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

অজিত আগারকর স্পষ্ট জানিয়ে দেন, তিনজন অধিনায়কের তত্ত্বে বিশ্বাসী নয় তাঁরা। তিন ফরম্যাটে তিন নেতা থাকা সম্ভব নয়। একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, নির্বাচকরা রোহিতকে নিজের মর্জি মতো চলতে দিতে চায়নি। তাঁদের ভয়, সেটা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বোর্ডের এক সূত্র বলেন, ''রোহিতের পর্যায়ের একজন অধিনায়ক থাকলে ড্রেসিংরুমে ওর দর্শন চলবে। তবে ও শুধু একদিনের আন্তর্জাতিকে খেলবে। যে ফরম্যাট সবচেয়ে কম খেলা হয়। যা দলের সংস্কৃতি নষ্ট করতে পারে।''

আরও পড়ুন: দিল্লিতে জাদেজার নজির, ছাপিয়ে গেলেন দেশের এক চ্যাম্পিয়ন বোলারকে

ক্ষতবিক্ষত রোহিত। অজন কমিয়েছেন প্রায় দশ কেজি। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলছেন, ''২০১১ সালের বিশ্বকাপ খেলতে না পারার পর রোহিত শর্মা শেষবার এত কঠোর ফিটনেস নিয়ম অনুসরণ করেছিল। এই বাদ পড়া ওর হৃদয়ে গভীর ক্ষত রেখে গিয়েছে। আমার মনে হয় রোহিতের মধ্যে এখন একই রকমের দৃঢ়তা দেখতে পাচ্ছি। ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রোহিতের কেরয়ার মসৃণগতিতে এগিয়েছে। কিন্তু ফিটনেসে খামতি রয়েছে এই অপবাদ ওর হৃদয়ে ক্ষত হয়েই থেকে গিয়েছে। আর এর জবাব দিতে ও তৈরি।''

এদিকে, বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ অনিশ্চিত। ভারতীয় দলের প্রাক্তন হেডস্যর রবি শাস্ত্রী এমনটাই মনে করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরই বোঝা যাবে দুই মহাতারকা তাঁদের কেরিয়ার ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন কিনা। কোহলি ও বিরাটের যে অভিজ্ঞতা, তার সমতুল্য অভিজ্ঞতা এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে নেই।

রবি শাস্ত্রী বলেছেন, ''এই অভিজ্ঞতার জন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ওরা রয়েছে।'' শাস্ত্রীর সংযোজন, ''ওরাও এই দলেরই অংশ। তবে ওদের ফিটনেস, খিদে এবং অতি অবশ্যই ফর্মের উপরে নির্ভর করে রয়েছে তাদের ভবিষ্যৎ। এই সিরিজের শেষে ওরাই বুঝতে পারবে নিজেদের পরিস্থিতি। তারপরে ওরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে।'' শাস্ত্রী অজি ক্রিকেটার স্টিভ স্মিথের উদাহরণ টেনে বলেন, ''স্টিভ স্মিথের সঙ্গেও এমন ব্যাপার হয়েছিল। এই বয়সে এসে পরিস্থিতি উপভোগ করতে হয়। এবং খিদে বজায় রাখা দরকার।'' 

আরও পড়ুন: মেসির কেরল সফর ঘিরে হঠাৎই অনিশ্চয়তা, কিন্তু কেন? হতাশ হবেন ফুটবলপ্রেমীরা ...