আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে অভিষেকেই নজর কাড়েন স্যাম কনস্টাস। বুমরার মতো তারকা পেসারকে ব্যাকফুটে ফেলে দেন। সেই কনস্টাস হয়তো শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন না। কারণ উপমহাদেশের পিচে অভিজ্ঞতার জন্য ট্র্যাভিস হেডকে ওপেন করতে পাঠানোর চিন্তাভাবনা করছে অস্ট্রেলিয়া। 

গলে আগামিকাল থেকে শুরু শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। সেই টেস্ট ম্যাচের আগে অধিনায়ক স্টিভ স্মিথ বলছেন, ''ট্র্যাভিস হেড ওপেন করবে। এ ছাড়া বাকি সব একই থাকবে। ভারতের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করেছে স্যাম কনস্টাস। নির্বাচকরা সন্তুষ্ট।'' 

স্মিথ সরাসরি বলছেন না যে কনস্টাস নেই প্রথম টেস্টে। তবে তাঁর ইঙ্গিত সেই দিকেই। অজি অধিনায়ক বলেছেন, ''ও যদি না খেলে, তাহলে অনুশীলন চালিয়ে যেতে হবে। আমার ২০১৩ সালের ভারত সফরের কথা বলতে পারি। সেই সিরিজের প্রথম দু'টি টেস্ট আমি খেলিনি। নেট বোলারদের যে পরিমাণ বল আমি খেলেছি, তাতে অনেক কিছুতে আমি উন্নতি করতে পেরেছিলাম। কনস্টাস খেলুক বা না খেলুক, এটা ওর জন্য দারুণ একটি অভিজ্ঞতা হবে। অনেক কিছুই শিখবে কনস্টাস।'' 

ওপেনিংয়ে কনস্টাসের জায়গা না হলে মিডল অর্ডারেও তাঁকে ভাবতে পারে অস্ট্রেলিয়া। তবে মিডল অর্ডারে কনস্টাসকে জায়গা পেতে লড়তে হবে নাথান ম্যাকসুয়েনি ও জশ ইংলিসের সঙ্গে।