আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তান সুপার লিগের ধারাভাষ্যকারের তালিকায় জায়গা পেয়েছেন সলমন বাট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে বেশ বিরক্ত পিএসএল ফ্রাঞ্চাইজি মালিকরা।


সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের জন্য তারকা সমৃদ্ধ ধারাভাষ্যকারের তালিকা ঘোষণা করেছে। এবারই প্রথম ঊর্দুতেও হবে ধারাভাষ্য। আর তার জন্য ধারাভাষ্যকারদের আলাদা প্যানেল তৈরি করা হয়েছে। 


ওই প্যানেলে আছেন আলি ইউনিস, আকিল সমর, মারিনা ইকবাল, সলমন বাট ও তারিক সঈদ। এই তালিকা নিয়ে ফ্রাঞ্চাইজি মালিকদের আপত্তি নেই। শুধু একটি নাম ছাড়া। আর তিনি হলেন প্রাক্তন পাক ক্রিকেটার সলমন বাট। যার অতীত ইতিহাস মোটেও উজ্জ্বল নয়।


এটা ঘটনা ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে নাম জড়িয়েছিল সলমন বাটের। নাম জড়িয়েছিল আরও দুই ক্রিকেটার মহম্মদ আসিফ ও মহম্মদ আমিরের। দোষী সাব্যস্ত হয়ে জেলও খাটতে হয়েছিল তিন ক্রিকেটারকে। এই ঘটনার পর থেকেও ভক্ত ও ক্রিকেট সমাজে সমালোচিত হয়ে আসছেন তিন জন।


তার উপর প্যানেলে বাটের নাম থাকায় পিএসএল ফ্রাঞ্চাইজি মালিকরা একজোট হয়ে চিঠি দিয়েছেন পাক ক্রিকেট বোর্ডকে। যদিও সেই চিঠিতে কারও নাম লেখা নেই। তবে বলা হয়েছে, অনৈতিক কাজের সঙ্গে যুক্ত (‌যেমন ফিক্সিং)‌ বা জেল খাটা কাউকে প্যানেলে রাখলে টুর্নামেন্টের ভাবমূর্তি খারাপ হতে পারে।


এই চিঠির পরেও বাটের নাম প্যানেলে রয়েছে। পিসিবি জানিয়েছে, সলমন বাট ঊর্দুতে ধারাভাষ্য দেবেন। যা পাকিস্তানের বাইরে প্রচার হবে না। এটা ঘটনা সম্প্রতি পাক ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন বাট। আর তাই এবার তাঁকে ধারাভাষ্যকারের প্যানেলেও রাখা হল।