আজকাল ওয়েবডেস্ক: ক্রিস ওকসের ইয়র্কার বলে সুইস মারতে গিয়ে ডেকে এনেছেন বিপদ। ব্যাটে হালকা ছুঁয়ে বল লাগে ঋষভ পন্থের বুটে। ইংল্যান্ড রিভিউ নেয়। কিন্তু দেখা যায় বল পন্থের বুটে লাগার আগে তাঁর ব্যাট ছুঁয়েছিল।
পন্থ আউট হননি। কিন্তু ওকসের ওই ইয়র্কার লেন্থের ডেলিভারিটা পন্থকে ছিটকেই দিল। যন্ত্রণায় প্রথমটায় খোঁড়াচ্ছিলেন ভারতের তারকা উইকেট কিপার। তার পরে ফিজিও চলে আসেন। শুয়ে পড়েন পন্থ। দাঁড়িয়ে থাকতে আর পারছিলেন না তিনি। শেষমেশ অ্যাম্বুল্যান্স ডাকতে হয় মাঠে। পন্থ সেই অ্যাম্বুল্যান্সে চেপে বেরিয়ে যান। সোজা নিয়ে যাওয়া হয় মেডিক্যাল সেন্টারে। সেখানে চোটের জায়গায় স্ক্যান করা হয়। রিপোর্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে টিম ইন্ডিয়া। খেলা শেষে মেডিক্যাল সেন্টারে গিয়ে পন্থকে দেখেন আসেন অধিনায়ক শুভমন গিল।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম ইনিংসে ৬১ করা সাই সুদর্শন। তিনি জানান, ‘বলটা লাগার পর যন্ত্রণায় ছটফট করছিল পন্থ। রাতেই জানতে পারব স্ক্যান রিপোর্টে কী পাওয়া গেল।’
সুদর্শন আরও যোগ করেন, ‘দারুণ ব্যাটিং করছিল পন্থ। পন্থ এই টেস্টে খেলতে না পারলে এক জন ব্যাটারকে আমরা মিস করব। দ্বিতীয় দিন আমাদের লক্ষ্য থাকবে যত দীর্ঘ সম্ভব ব্যাটিং করা। সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করছে। লর্ডস টেস্টের হার থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।’
এদিকে ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম দিনের শেষে ভারত তুলেছে ২৬৪/৪। উইকেটে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও শার্দূল ঠাকুর।
তবে প্রথম দিনের শেষে ভারত অধিনায়ক শুভমন গিলকে চিন্তায় রাখবে ঋষভ পন্থের চোট। টেস্টের বাকি সময়টায় তিনি যে অনিশ্চিত হয়ে পড়লেন। ক্রিস ওকসের ডেলিভারি তাঁর বুটে আছড়ে পড়ার সময়ে পন্থ ব্যাট করছিলেন ৩৭ রানে। অবসৃত পন্থের জায়গায় ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। যিনি লর্ডস টেস্টে মরিয়া লড়াইয়ের পরও তীব্র সমালোচিত হন।
আরও পড়ুন: প্রথম দিনের শেষে গম্ভীরের চাপ বাড়াল পন্থের চোট, জাদেজা কি ত্রাতা হতে পারবেন?
বৃষ্টির ভ্রুকুটি। সঙ্গে মেঘলা আবহাওয়া। ইংরেজ অধিনায়ক বেন স্টোকস টস জিতে তাই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি। ভারতীয় দলে কিন্তু হল একাধিক বদল। এই সম্ভাবনা ছিল। টেস্ট অভিষেক হল অংশুল কম্বোজের। বাদ পড়েছেন করুণ নায়ার। প্রথম টেস্টের পর ফের প্রথম একাদশে ফিরলেন সাই সুদর্শন। দলে এসেছেন পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুরও। ফর্মে না থাকায় বাদ গেলেন করুণ নায়ার। এলেন সাই সুদর্শন। চোটের জন্য নেই আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি। তাঁদের জায়গায় এলেন অংশুল কম্বোজ ও শার্দূল ঠাকুর।
ভারতের দুই ওপেনার যশস্বী জয়েসওয়াল ও লোকেশ রাহুল ভারতকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেওয়ার কাজটা করেন। দলীয় রান যখন ৯৪, তখন লোকেশ রাহুল ফেরেন ব্যক্তিগত ৪৬ রানে। যশস্বী অর্ধশতরান করে ফেরেন ৫৮ রানে। সাই সুদর্শন ভাল খেলছিলেন। কিন্তু ৬১ করার পর স্টোকসের বল লেগ সাইডে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে ক্যাচ আউট হন। বলা ভাল উইকেট ছুঁড়ে দিয়ে আসা। অধিনায়ক গিল (১২) রান পাননি। ইংরেজ বোলারদের মধ্যে স্টোকস পেয়েছেন দুই উইকেট।
