আজকাল ওয়েবডেস্ক: বিনোদ কাম্বলি গান গাইছেন। শচীন তেণ্ডুলকর হাততালি দিচ্ছেন। এমন দৃশ্যই দেখা গেল রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনী অনুষ্ঠানে। ঘটনাক্রমে প্রয়াত কোচের জন্মবার্ষিকীও ছিল মঙ্গলবার।
সেই অনুষ্ঠানেই দুই বন্ধুকে দেখা গেল একই মঞ্চে। বন্ধু কাম্বলির সঙ্গে করমর্দন করলেন মাস্টার ব্লাস্টার। সেই কাম্বলিই যখন বলিউডি গান, 'সর যো তেরা চকরায়ে ইয়া দিল ডুবা যায়ে' গাইছেন, তখন শচীনকে হাততালি দিতে দেখা যায়।
বিনোদ কাম্বলিকে দেখে মনে হচ্ছিল তিনি অসুস্থ। ভাল করে কথা বলতে পারছেন না। আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের দিন শচীন ও কাম্বলি বেশ কিছুক্ষণ কথা বলেন। সেই সময়ে দু'জনকেই হাসতে দেখা গিয়েছে। কাম্বলি 'লাভ ইউ স্যর'বলে তাঁর বক্তব্য শেষ করেন।
হ্যারিস শিল্ডের ম্যাচে বিনোদ কাম্বলি ও শচীন তেণ্ডুলকর তাঁদের স্কুল সারদাশ্রম বিদ্যামন্দিরের হয়ে ৬৬৪ রানের পার্টনারশিপ গড়ে খবরের শিরোনামে এসেছিলেন। বিস্ময়বালক থেকে শচীন হয়ে ওঠেন কিংবদন্তি। তাঁর নামের পাশে লেখা ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ানডে। একশোটি আন্তর্জাতিক সেঞ্চুরি ও অসংখ্য রেকর্ডের মালিক শচীন।
অন্যদিকে কাম্বলি ১৭টি টেস্ট ম্যাচ খেলেন। টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করেন তিনি। টেস্টে ১০৮৪ রানের মালিক কাম্বলি। ১০৪টি ওয়ানডে থেকে কাম্বলির সংগ্রহ ২৪৭৭ রান। দুটো সেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশে। কিন্তু কাম্বলির অর্থনৈতিক অবস্থা এখন ভাল নয়। শারীরিক দিক থেকেও অসুস্থ। দুই বন্ধুকে মিলিয়ে দিলেন তাঁদের স্যর রমাকান্ত আচরেকর।
