আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরে আইপিএলের মেগা নিলাম। তার আগে ঘর গুছিয়ে নিতে আসরে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মেগা নিলামে সাধারণত একটা দলের খোল-নলচে পুরো বদলে যায়। এবার অনেক বদল হওয়ার সম্ভাবনা। কতজন ক্রিকেটারকে রিটেন করা যাবে এখনও জানানো হয়নি। তবে এবার বিশেষ নজর থাকবে মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। দলে রয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া এবং যশপ্রীত বুমরা। এই চারজন সুপারস্টারকে মুম্বই রিটেন করবে কিনা সেটাই প্রশ্ন। তারই মধ্যে একটি ভুয়ো রটনা চাউর হয়ে হয়ে। শোনা যাচ্ছে, রোহিত শর্মার জন্য ৫০ কোটি খরচ করতে তৈরি লখনউ সুপার জায়ান্টস। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন এলএসজির কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'আপনারা একটা কথা বলুন, কেউ কি জানে আদৌ রোহিত শর্মা নিলামে থাকবে কিনা? তাই এই সমস্ত গুজবে কান দেওয়া উচিত নয়। মুম্বই ইন্ডিয়ান্স রোহিতকে ছেড়ে দেবে কিনা সেটা জানা নেই। যদি নিলামে ওঠেও, তাহলেও একজন প্লেয়ারের পেছনে ৫০ শতাংশ স্যালারি ক্যাপ কি খরচ করা যাবে? তাহলে বাকি ২২ জন প্লেয়ারকে কীভাবে নেওয়া সম্ভব হবে?' 

আকার-ইঙ্গিতেই নিজেদের মনোভাব বুঝিয়ে দেন লখনউয়ের কর্ণধার। তবে রোহিত কি তাঁদের তালিকায় রয়েছে? এই প্রশ্নেরও স্পষ্ট জবাব দেননি। গোয়েঙ্কা বলেন, 'সবারই একটা পছন্দের তালিকা থাকে‌। সবাই নিজের দলে সেরা প্লেয়ার, সেরা অধিনায়ককে চায়। তবে শুধু চাইলেই হয় না। হাতে কি বিকল্প আছে সেটাও দেখতে হবে। সেই নিয়ে কী করা যায় সেটাই আসল। আমি যা খুশি চাইতেই পারি, তবে সেটা সব ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেই। সবাইকে তো পাওয়া সম্ভব নয়।' পরের আইপিএলে হয়তো আর মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন না রোহিত। বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব রয়েছে তাঁর কাছে। তারমধ্যে প্রবলভাবে ঘুরছিল কলকাতা নাইট রাইডার্সের নাম। রয়েছে দিল্লি ক্যাপিটলসও। সম্প্রতি সেই তালিকায় ঢুকে পড়েছে লখনউ সুপার জায়ান্টস।