আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। কানপুরে এদিন এক বলও হয়নি। তবে এমন পরিস্থিতি নতুন নয়। বৃষ্টি এবং ভেজা মাঠ ক্রিকেটের নিত্যদিনের সঙ্গী। প্রায়শই খেলা বাতিল হয়ে যায়, বা দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়। কখনও ক্রিকেটারদের সারাদিনই কেটে যায় ড্রেসিংরুমে বৃষ্টি থামার অপেক্ষায়। কখনও ভেবে দেখেছেন, এতটা সময় সাজঘরে কী করে ক্রিকেটাররা? ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁস করলেন আরপি সিং। ভারতের প্রাক্তন পেসার জানান, অনেকেই ব্যক্তিগত কাজ করেন। সেরে ফেলেন ফিজিক্যাল কন্ডিশনিং। 

আরপি সিং বলেন, 'বৃষ্টিতে খেলা বন্ধ থাকলে বেশিরভাগ ক্রিকেটার ড্রেসিংরুমেই শারীরিক কসরত করে। অবসর সময় অনেকেই জিমে কাটায়। কেউ কার্ডিও করে। বাকিরা ওয়েট ট্রেনিং করে। কোনও কিছু বাকি থাকলে সেটা সেরে ফেলার চেষ্টা করে। পেশাদার ক্রিকেটারদের জন্য, নিজের শরীর ধরে টাকা প্রথম লক্ষ্য। বৃষ্টিতে খেলা বন্ধ থাকলেও ফিটনেস থেকে তাঁদের নজর সরে না।' ড্রেসিংরুমে নিজেদের মধ্যে হাসিঠাট্টা করলেও, মাথায় ক্রিকেটই ঘোরে। আবহাওয়া বদল হওয়ায় সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাচের পরিস্থিতিও পাল্টে যায়। ড্রেসিংরুমে পালায় পালায় সেই আলোচনা চলে।

আরপি সিং বলেন, 'ক্রিকেটারদের প্রধান লক্ষ্য ক্রিকেট। সব ক্রিকেটারই খেলায় ফোকাসড থাকে। প্রত্যেক মিনিটে পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি বদলায়। সেই নিয়ে আলোচনা হয়।' বৃষ্টি বিরতি লম্বা হলে, অনেকেই গান শোনে এবং অবসর কার্যকলাপে মন দেয়। প্রসঙ্গত, প্রথম দিন বৃষ্টির জন্য খেলা এক ঘণ্টা দেরিতে শুরু হয়। খারাপ আলোর জন্য সময়ের আগেই শেষ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। মাত্র ৩৫ ওভার খেলা হয়। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ছিল ১০৭। জোড়া উইকেট নেন আকাশ দীপ। দ্বিতীয় দিন খেলা শুরুই হয়নি।