আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা কি ভারতের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন? দিন কয়েক আগে আইসিসি-র এক পোস্টে জল্পনা ছড়িয়েছিল। 

সেই রোহিত শর্মার সংসারে এসেছে নতুন এক অতিথি। লাল রঙের ল্যাম্বোরঘিনি উরুসের নম্বর প্লেটে দেখা যাচ্ছে ৩০১৫ নম্বর। কিন্তু এই নম্বর কেন? আসল কারণ ভক্তদের বুঝতে অসুবিধা হয় না। 

ছেলে ও মেয়ের জন্মদিনের কথা মাথায় রেখেই এই ৩০১৫ নম্বর প্লেটে রেখেছেন হিটম্যান। তিরিশ ও পনেরো যোগ করলে হয় ৪৫। 

আরও পড়ুন: রোহিত–বিরাটকে নিয়ে আর ভাবতে রাজি নয় বোর্ড!‌ দুই তারকার ক্রিকেট কেরিয়ার তবে শেষ?‌...

রোহিতের কন্যা সামাইরার জন্মদিন ৩০ ডিসেম্বর। তাঁর পুত্র আহানের জন্মদিন ১৫ নভেম্বর। ছেলে ও মেয়ের জন্ম তারিখের কথা মাথায় রেখে নম্বর প্লেটে বসানো হয়েছে ৩০১৫ নম্বর। 

আগে রোহিতের গাড়ির নম্বর ছিল ২৬৪। ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসী ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। এই রানই ওয়ানডে ফরম্যাটে রোহিতের সর্বোচ্চ। 

ল্যাম্বোরঘিনির উরুস গাড়ির দাম প্রায় ৪.৫৭ কোটি টাকা। আইপিএলে সর্বশেষ খেলতে দেখা গিয়েছিল রোহিতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অব্যবহিত পরেই কনিষ্ঠ ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন হিটম্যান। 

আইপিএল চলাকালীন রোহিত জানিয়ে দেন তিনি টেস্ট ফরম্যাট থেকেও সরে দাঁড়াচ্ছেন। ইনস্টাগ্রামে হিটম্যান লিখেছিলেন, ''টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশকে প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করেছি। আপনাদের সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ওয়ানডে ফরম্যাটে আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করব।''  রোহিত এখন কেবল খেলবেন ওয়ানডে। 

আগামী বছর ইংল্যান্ডে সাদা বলের সিরিজ খেলবে ভারতীয় দল। ক্রীড়াসূচিও প্রকাশিত হয়েছে। পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ভারত বিলেতে। 

সেই সিরিজ়েরই ছবি পোস্ট করেছে আইসিসি। সেই ছবিতে রোহিতের পাশাপাশি রয়েছে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের মুখও। অর্থাৎ দুই দলের দুই অধিনায়কের ছবি সম্বলিত ক্রীড়াসূচি প্রকাশ করেছে আইসিসি। আর আইসিসি-র এই ছবি নিয়ে দানা বেঁধেছে জল্পনা। 

২০২৬ সালের জুলাইয়ে ইংল্যান্ডে সাদা বলের সিরিজ। সেখানে যদি রোহিত দলকে নেতৃত্ব দেন, তাহলে পরের বছরের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে হিটম্যানকে ক্যাপ্টেন দেখার সম্ভাবনাই বেশি। কারণ রোহিতকে সরিয়ে ভারত যদি ওয়ানডে ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক বেছে নেয়, তাহলে তাঁকে সময় দেওয়া প্রয়োজন।

তবে আইসিসির পোস্ট করা ছবি নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই সেই পোস্টটা সরিয়ে নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কেন সেই পোস্ট সরিয়ে নেওয়া হল, তার কারণ দর্শানো হয়নি আইসিসি-র তরফ থেকে।  

সেই রোহিতের নতুন গাড়ির নম্বর প্লেটে লেখা ৩০১৫ নম্বর।  যে নম্বর নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা। রোহিত শর্মা ইদানীং ক্রিকেটের মধ্যে নেই। তবুও সম্পূর্ণ অন্য কারণে তিনি খবর হচ্ছেন। এবার তাঁর গাড়ির নম্বর প্লেট নিয়ে খবর হল। এহেন নম্বরের আসল কারণ জানতে পারে দারুণ খুশি রোহিত-ভক্তরা। 

আরও পড়ুন: ২০৩৬ সালের অলিম্পিক ভারতেই? ধারাবাহিক ভাবে আলোচনার পর্যায়ে রয়েছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী