আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের জন্য রোহিত শর্মাকে কৃতিত্ব দিলেন আকাশ দীপ। ভারতীয় পেস আক্রমণের নতুন সংযোজন তিনি। জানালেন, দলের কিংবদন্তিদের কর্মসংস্কৃতি তাঁকে নিজের সেরাটা দিতে উজ্জীবিত করে। বছরের শুরুতে রাঁচিতে টেস্টে অভিষেক হয় বাংলার জোরে বোলারের। অভিষেকেই তিন উইকেট নিয়ে নজর কাড়েন। এবার সাফল্যের কৃতিত্ব দুই মহাতারকাকে দিলেন। আকাশদীপ বলেন, 'ভারতীয় দলে যোগ দেওয়ার পর আমি কিংবদন্তিদের এবং যাদের ক্রিকেটের ভগবান বলা হয় তাঁদের নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রম দেখে অবাক হই। ওরা জীবনে প্রায় সবকিছুই পেয়ে গিয়েছে। কিন্তু তারপরও ট্রেনিংয়ে এত পরিশ্রম করে। ওদের ভাবনা-চিন্তা অন্য পর্যায়।' 

ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন আকাশ দীপ। মাত্র দু'মাসের মধ্যে বাবা এবং দাদাকে হারান। এই ঘটনাই তাঁকে আরও মানসিকভাবে শক্তিশালী করে তুলেছে। তবে ভারতীয় দলে মানিয়ে নিতে তাঁর কোনও সমস্যা হয়নি। তার কারণ রোহিত শর্মা। তাঁর কাজ করার সহজ ধরন বাংলার পেসারকে দলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। এই প্রসঙ্গে আকাশ দীপ বলেন, 'শুরুতে ভেবেছিলাম অনেক চাপ থাকবে। কিন্তু রোহিত ভাই সবকিছু সহজ করে দেয়। এরকম সহায়ক অধিনায়কের অধীনে আমি এর আগে খেলিনি। সবকিছু খুব সহজভাবে করে। আমার মনে হয়নি আমি ঘরোয়া নয়, আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।' ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না বাংলার পেসার। বর্তমানে ফোকাস। আকাশ দীপ বলেন, 'গত দু'বছরে আমি প্রচুর ক্রিকেট খেলেছি। আমাদের জন্য তিন মাসের মরশুম না। রঞ্জির পর দলীপ ট্রফি, ইরানি কাপ খেলতে হয়। প্লেয়ার হিসেবে নিজের শক্তি জানতে হয়। আমি নিজের ওপর চাপ সৃষ্টি করি না। অস্ট্রেলিয়া যেতেই হবে, এমন ভাবছি না। আমি বর্তমানে বাঁচি। তাতেই কাজটা সহজ হয়ে যায়।' নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত বাংলার পেসার।